সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ঢাকা

দিনাজপুর শিক্ষা বোর্ডে জিপিএ-৫ ও পাসে এগিয়ে মেয়েরা

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ১২ মে ২০২৪, ০২:০৪ পিএম

শেয়ার করুন:

দিনাজপুর শিক্ষা বোর্ডে জিপিএ-৫ ও পাসে এগিয়ে মেয়েরা

দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় এ বছর পাশের হার ৭৮ দশমিক ৪৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৮ হাজার ১০৫ শিক্ষার্থী। এবার পাসের হারসহ জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে এগিয়েছে মেয়েরা।

রোববার (১২ মে) দুপুরে দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী এ বিষয়টি নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


গত বছর এই বোর্ডে পাসের হার ছিল ৭৬ দশমিক ৮৭ শতাংশ।

দিনাজপুর শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর এসএসসি পরীক্ষায় ২ লাখ ৪৪৪ পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৯৮ হাজার ১৮৪ ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২ হাজার ২৬০ জন। এ বছর ১ লাখ ৫৫ হাজার ৪৩৫ ছাত্রছাত্রী পাস করেছে। পরীক্ষায় উপস্থিত ছাত্রের সংখ্যা ছিল ১ লাখ ৩৬২ জন, ছাত্রীর সংখ্যা ছিল ৯৭ হাজার ৮২২ জন।

 


বিজ্ঞাপন


এ বছর এই বোর্ডে পাস ও জিপিএ-৫ এর সংখ্যায় এগিয়ে রয়েছে ছাত্রীরা। ছাত্রীদের পাসের হার ৮১ দশমিক ০৭ শতাংশ এবং ছাত্রদের পাসের হার ৭৫ দশমিক ৮৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ২৪৬ জন ছাত্রী আর ছাত্র জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ৮৫৯ জন। বহিষ্কৃত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬৬ জন।

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এ বছর চারটি স্কুলের কোনো শিক্ষার্থী পাস করেনি। আর ৭৭টি স্কুলের শতভাগ ছাত্রছাত্রী পাস করেছে। ২৭৮ কেন্দ্রে ২৭৩০টি স্কুলের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর