সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

লক্ষ্মীছড়িতে কেন্দ্র দখলের চেষ্টায় ভোটগ্রহণ বন্ধ

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি
প্রকাশিত: ০৮ মে ২০২৪, ০২:৫৪ পিএম

শেয়ার করুন:

loading/img

খাগড়াছড়ির দুর্গম লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে লক্ষ্মীছড়ি সদর ইউনিয়নের যতীন্দ্র কার্বারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটগ্রহণ সাময়িক স্থগিত রাখা হয়েছে।

কেন্দ্রটি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগে ভোটগ্রহণ সাময়িক বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা। 


বিজ্ঞাপন


আরও পড়ুন

প্রার্থীর পক্ষে টাকা বিতরণের অভিযোগে প্রিজাইডিং অফিসারসহ আটক ৪

কেন্দ্রটির সহকারী রিটার্নিং কর্মকর্তা অনিক চৌধুরী বলেন, বহিরাগতদের অস্বাভাবিক উপস্থিতি দেখে সকাল ১০টা থেকে ভোটগ্রহণ বন্ধ রাখা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। তাদের পরবর্তী নির্দেশেই ব্যবস্থা গ্রহণ করা হবে। 

প্রিজাইডিং অফিসার বিষয়টিকে হুমকির ঘটনা দেখে কেন্দ্রটিতে সাময়িক ভোটগ্রহণ বন্ধ রয়েছেন জানিয়ে লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া বলেন, পরিবেশ অনুকূলে আসলেই পুনরায় ভোটগ্রহণ শুরু করা হবে জানান।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন