রোববার, ২০ এপ্রিল, ২০২৫, ঢাকা

গোলাপ জল ব্যবহার করলে কী হয়?

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৫, ০৪:২২ পিএম

শেয়ার করুন:

loading/img

গরম ভোগাচ্ছে সবাইকে। ঘরের বাইরে বের হলেই ঘেমেনেয়ে একাকার হতে হয়। তীব্র তাপদাহে ত্বকের যত্ন নেওয়া জরুরি। ত্বক যেন হাইড্রেটেড থাকে এবং ব্রণ ও ফুসকুড়ির সমস্যা না হয় সেজন্য গোলাপ জলের সাহায্য নিতে পারেন। অতি সাধারণ এই প্রসাধনীই কিন্তু ত্বকের জন্য দারুণ উপকারি। 

কেন ব্যবহার করবেন গোলাপ জল? এটি ব্যবহার করলে কী কী উপকার মেলে? চলুন জেনে নিই- 


বিজ্ঞাপন


rose-water1

ত্বককে হাইড্রেটেড রাখে

গোলাপ জলের মধ্যে রয়েছে হাইড্রেটিং উপাদান। চড়া রোদ, তীব্র তাপের মধ্যেও ত্বকের আর্দ্রতা ধরে রাখতে এই উপাদানটির জুড়ি মেলা ভার। মুখে গোলাপ জল স্প্রে করলেই সতেজতা অনুভব করবেন।

সানবার্ন কমায়


বিজ্ঞাপন


চড়া রোদে বের হলে ত্বকে জ্বালাপোড়া বাড়ে। সানস্ক্রিন মাখলেও তাপ ও রোদের হাত থেকে নিস্তার মেলে না। আবার ত্বক যদি সংবেদনশীল হয়, তখনও সানবার্নের সমস্যাও দেখা দেয়। ত্বক থেকে এই রোদে পোড়াভাব দূর করতে ব্যবহার করতে পারেন গোলাপ জল। ত্বকে শীতল প্রভাব এনে দেয় গোলাপ জল। 

rose_water2

প্রাকৃতিক টোনার হিসেবে কাজ করে

ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং— এই তিন ধাপ মেলে চললেই গরমে ত্বকের স্বাস্থ্য ভালো থাকে। টোনিং করার সময় গোলাপ জলের সাহায্য নিতে পারেন। ত্বকের ওপর প্রাকৃতিক টোনার হিসেবে কাজ করে এটি। ত্বক থেকে অতিরিক্ত তেল, ময়লা পরিষ্কার করে দেয়। পাশাপাশি বজায় রাখে ত্বকের পিএইচ স্তরের ভারসাম্য। 

ব্রণের সমস্যা কমায়

গোলাপ জলে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান রয়েছে, যা ব্রণ বা ব্রেকআউট প্রতিরোধে বিশেষ ভূমিকা পালন করে। গোলাপ জল ত্বক থেকে সব ময়লা ও জীবাণু পরিষ্কার করে দেয় এবং ত্বকের প্রদাহ কমায়। রোজ দু’বেলা মুখে গোলাপ জল মাখলে কোমল ও নিখুঁত ত্বক পেতে পারেন।

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর