মাদারীপুরের রাজৈরে বাজি ফাটানো নিয়ে দ্বন্দ্বের জেরে ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই গ্রামবাসী। আঞ্চলিকতায় রূপ নেওয়া সংঘর্ষ আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (১৪ এপ্রিল) বেলা ১টা ঘটিকা হতে রাত ১টা ঘটিকা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়।
বিজ্ঞাপন
১৪৪ ধারা জারির আদেশে বলা হয়, যেহেতু প্রায় ০৭ (সাত) দিন হতে রাজৈর বাজার সংলগ্ন পশ্চিম রাজৈর ও বদরপাশা গ্রামের মধ্যকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিয়মিত বিরতিতে দেশীয় অস্ত্রসহ মারামারি, ইটপাটকেল নিক্ষেপ ও অস্ত্র প্রদর্শনীসহ বিভিন্ন দাঙ্গা হাঙ্গামা চলছে। এ সকল আইন-শৃঙ্খলা বিনষ্টকারী ঘটনা বন্ধে এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার প্রয়োজনে ফৌজদারি কার্যবিধি মতে ১৪৪ ধারা জারী করা আবশ্যক, সেহেতু আমি মো. মাহফুজুল হক, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার, রাজৈর ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা মোতাবেক রাজৈর বাজার, পশ্চিম রাজৈর, বদরপাশা এবং গোপালগঞ্জ এলাকায় এক বা একাধিক ব্যক্তির চলাফেরা, সভা-সমাবেশ, শোভাযাত্রা, মাইকের ব্যবহার, লাঠিসোটা বা যেকোনো প্রকারের আগ্নেয়াস্ত্র বহন নিষিদ্ধ ঘোষণা করলাম। দায়িত্ব পালনরত আইন-শৃঙ্খলা বাহিনী ও জরুরী সেবা প্রদানে নিয়োজিতদের ক্ষেত্রে এ আদেশ শিথিল থাকবে ।
এ আদেশ কেবলমাত্র অদ্য বেলা ১টা হতে রাত ১টা পর্যন্ত বলবত থাকবে। অদ্য ১৪-০৪-২০২৫ খ্রি তারিখে আমার স্বাক্ষর ও সিল মোহরযুক্ত এ আদেশ জারী করা হলো ।
এর আগে, মাদারীপুরের রাজৈরে বাজি ফাটানো নিয়ে দ্বন্দ্বের জেরে ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই গ্রামবাসী। আঞ্চলিকতায় রূপ নেয়া সংঘর্ষ আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সংঘর্ষকালে পরস্পর প্রতিপক্ষরা দোকানপাট ভাংচুর, বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ, পুলিশের গাড়ী ভাংচুর, ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। রোববার (১৩ এপ্রিল) সন্ধ্যা ৬ টা থেকে রাত ১০ টা পর্যন্ত রাজৈর উপজেলা সদরের বেপারীপাড়া ব্রিজের মোড়ে বদরপাশা ও পশ্চিম রাজৈর গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) জাহাঙ্গীর আলমসহ পুলিশের বেশ কয়েকজন সদস্যসহ অন্তত অর্ধশত আহত হয়। পরে সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এর আগে ঈদ পরবর্তী সময় গত ২ এপ্রিল রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর গ্রামের ফুচকা ব্রিজ এলাকায় বাজি ফাটায় বদরপাশা গ্রামের আতিয়ার আকনের ছেলে জুনায়েদ আকন ও তার বন্ধুরা। এসময় ওই গ্রামের মোয়াজ্জেম খানের ছেলে জোবায়ের খান ও তার বন্ধুরা মিলে তাদের বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে গত ৩ এপ্রিল সকালে রাজৈর বেপারিপাড়া মোড়ে জোবায়েরকে একা পেয়ে পিটিয়ে তার ডান পা ভেঙে দেয় জুনায়েদ ও তার লোকজন। পরে আহত জোবায়েরের বড় ভাই অনিক খান (৩১) বাদি হয়ে জুনায়েতকে প্রধানসহ ৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামি করে রাজৈর থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় ক্ষোভে ফুসে ওঠে উভয় গ্রামের লোকজন। একপর্যায়ে আজ শনিবার (১২ এপ্রিল) রাতে দুই গ্রাম পশ্চিম রাজৈর ও বদরপাশার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। কয়েকঘন্টাব্যাপী এ সংঘর্ষ চলে। এসময় ব্যপক ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে রাজৈর থানার পুলিশ ও সেনাবাহিনী এসে ঘন্টাব্যাপী প্রচেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে দুই ওসি ও অন্তত ১০ পুলিশ কর্মকর্তা-সদস্যসহ ২৫ জন আহত হয়।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এজে