শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ঢাকা

‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের’ বিশেষ সতর্ক বার্তা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৫, ০৪:০০ পিএম

শেয়ার করুন:

loading/img
প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট। ছবি: সংগৃহীত

গত ১২ এপ্রিল রাজধানীতে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে স্মরণকালের অন্যতম বৃহৎ গণজমায়েত যে সংগঠনের ব্যানারে অনুষ্ঠিত হয়েছে সেই প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বিশেষ সতর্ক বার্তা দিয়েছে। সংগঠনের কোনো শাখা অনুমোদন দেয়নি বলে সতর্ক করা হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) বিকেলে সংগঠনের ফেসবুক পেইজে এই সতর্ক বার্তা দেওয়া হয়। সেখানে বলা হয়-


বিজ্ঞাপন


বিশেষ সতর্ক বার্তা: প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের পক্ষ থেকে বাংলাদেশের কোথাও কোনো শাখা অনুমোদন দেওয়া হয়নি।

কোনো ব্যক্তি বা গোষ্ঠী অনলাইন কিংবা অফলাইনে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের নাম বা লোগো ব্যবহার করে কোনো কার্যক্রম পরিচালনা করলে আমরা তার দায়ভার বহন করব না।

আরও পড়ুন

ফিলিস্তিনিদের জন্য এমন প্রতিবাদ আগে দেখেনি দেশবাসী

একই সাথে আপনাদের প্রতি বিনীত অনুরোধ, এই প্লাটফর্মের নাম বা লোগো সম্বলিত কোনো পেইজ বা প্লাটফর্মের সন্ধান পেলে আমাদেরকে কমেন্টে জানান এবং তাদেরকে সাবধান করুন, রিপোর্ট করুন।


বিজ্ঞাপন


আমাদের আয়োজক টিমের অনেকেই কর্মসূচি সফল করতে দিন-রাত খাটুনির পর অসুস্থ হয়ে পড়েছেন। আপনারা আয়োজনের সাথে সংশ্লিষ্ট সবার জন্য আন্তরিকভাবে দোয়া করবেন।

Gaza11
মার্চ ফর গাজা কর্মসূচিতে অভূতপূর্ব সাড়া মেলে। ছবি: সংগৃহীত

এই অভূতপূর্ব গণজমায়েত পরবর্তী প্রতিক্রিয়া জানানোর ভাষা আমাদের ছিল না। আমরা এখনো মোহাবিষ্ট আর আল্লাহর কাছে কৃতজ্ঞতাবনত।

খুব শীঘ্রই পরবর্তী কার্যক্রম ও কার্যনির্বাহী পরিষদ সংক্রান্ত ঘোষণা আসবে আশা করছি, ইনশাআল্লাহ।

আরও পড়ুন

আন্তর্জাতিক গণমাধ্যমে ‘মার্চ ফর গাজা’

ততদিন অন্য কাউকে আমাদের এই সার্বজনীন প্লাটফর্মের নাম ব্যবহার করে কোনো কিছু করা থেকে বিরত রাখার দায়িত্ব আপনাদের কাছেই অর্পণ করছি।

এই প্লাটফর্ম সবার, আপনারও। তাই অসদুদ্দেশ্যে কিংবা সৎ উদ্দেশ্যে কিন্তু অযথার্থ উপায়ে এই প্লাটফর্মের নাম বা প্রতীক কাউকে ব্যবহার করতে না দেওয়ার দায়িত্বও আপনারই।

জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর