আবারও আগুন লেগে পুড়ছে সুন্দরবনের বিস্ত্রীর্ণ এলাকা। শনিবার লাগা আগুন ২৪ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। বনের পাঁচ কিলোমিটারের বেশি এলাকাজুড়ে জ্বলছে বলে জানিয়েছে সূত্র। আগুন নেভাতে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিসসহ অন্যান্য সংস্থা।
আগুন নেভাতে ফায়ার সার্ভিস, বনবিভাগ ও বন বিভাগের সহযোগী বিভিন্ন সংগঠনের সঙ্গে যোগ দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী, বিমান বাহিনী ও কোস্টগার্ড।
বিজ্ঞাপন
রোববার (৫ মে) সকালে বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টার আগুন জ্বলতে থাকা এলাকার ওপর দিয়ে টহল দিতে দেখা গেছে।
শুরুতে নৌবাহিনীর মোংলা ঘাঁটির কমান্ডার লেফটেন্যান্ট আরাফাতুল আরেফিনের নেতৃত্বে ১০ সদস্যের একটি ফায়ার ফাইটিং টিম আগুন নেভানোর কাজে অংশ নেয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাগেরহাটের উপ-পরিচালক মামসুন আহম্মেদ জানান, জেলার ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে ভোলা নদী অনেক দূরে হওয়ায় পানি সংকটে আগুন নেভাতে সমস্যা হচ্ছে।
এই কর্মকর্তা জানান, কতটুকু এলাকা আগুন ছড়িয়ে পড়েছে তা নির্ধারণ করা যাচ্ছে না। বনের মধ্যে শুকনো গাছ আর পাতা পড়ে থাকার কারণে আস্তে আস্তে ভয়াবহ আকার ধারণ করছে।
গতকাল শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া টহল ফাঁড়ি সংলগ্ন গহীন বনে আগুন লাগার ঘটনা ঘটে।
গত কয়েক বছরে আরও বেশ কয়েকবার ভয়াবহ আগুন লাগে সুন্দরবনে। এক পরিসংখ্যানে দেখা গেছে, ২২ বছরে সুন্দরবন পূর্ব বন বিভাগে ৩২ বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রতিবারের আগুনে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে ম্যানগ্রোভ এই বনের।
এদিকে আগুনের পরিমাণ, ক্ষয়ক্ষতি ও আগুন লাগার কারণ সম্পর্কে জানতে চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক রানা দেবকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। আগামী এক সপ্তাহের মধ্যে কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে।
জেবি