রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

পরিবারের সদস্যদের মারধরে বৃদ্ধার মৃত্যু

জেলা প্রতিনিধি, বগুড়া
প্রকাশিত: ০২ মে ২০২৪, ১২:০৭ পিএম

শেয়ার করুন:

loading/img

বগুড়ায় জমিজমা নিয়ে বিরোধে পরিবারের সদস্যদের মারধরে ফিরোজা (৬০) নামের বৃদ্ধা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ মে) সকাল ৯টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।


বিজ্ঞাপন


নিহত ফিরোজা শিবগঞ্জ পৌর এলাকার আচঁলাই (দাড়ারপাড়) মহল্লার তাজুল ইসলামের স্ত্রী।

এ ঘটনায় নিহতের স্বামী তাজুল ইসলাম বাদী হয়ে ৬ জনের নামে মামলা করেছেন।

আরও পড়ুন

আশুলিয়ায় স্বামীর পিটুনিতে গার্মেন্টস কর্মীর মৃত্যু

শিবগঞ্জ থানার ওসি আব্দুর রউফ এ তথ্য নিশ্চিত করে জানান, তাজুল ইসলামের সঙ্গে তার ভাই ভাতিজাদের জমি নিয়ে বিরোধ চলছিল। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তাজুল ইসলামের স্ত্রী ছেলে ও আরেক ভাতিজা অটোরিকশাযোগে রাঙামাটি গ্রাম থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে চক ভোলাখাঁ এলাকায় অপর ভাই ও ভাতিজারা অটোরিকশা থামিয়ে তাদেরকে মারধর করে। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে বৃহস্পতিবার সকালে ফিরোজা মারা যান।


বিজ্ঞাপন


শিবগঞ্জ থানার ওসি জানান, ঘটনার পরপরই অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন