দিনাজপুরের বিরামপুরে পাম্পে তেল নিতে যাওয়ার সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বিপুল (১৮) নামের এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
রোববার (৩১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে পৌর শহরের কলাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত বিপুল হোসেন পৌর শহরের হঠাৎপাড়া এলাকার আব্দুল হালিমের ছেলে। তিনি স্থানীয় শাপলা বেকারি নামের একটি ফ্যাক্টরিতে কাজ করতেন।
স্থানীয়দের বরাতে বিরামপুর থানা পুলিশের পরিদর্শক তুহিন বাবু জানান, রোববার সাড়ে ১১টার দিকে মালবোঝাই একটি ট্রাক দিনাজপুরে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে সাইকেলে করে তেলের জারকিন নিয়ে পাম্পে তেল নিতে যাচ্ছিলেন বিপুল। হঠাৎ রাস্তা পার হওয়ার সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ যায় তার।
বিরামপুর থানার ওসি সুব্রত কুমার সরকার বলেন, নিহত তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবার অভিযোগ দিলে আইগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এসএস