বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

বর্ণাঢ্য আয়োজনে চৌগাছায় খেজুর গুড়ের মেলা

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৪, ০৬:৫৩ পিএম

শেয়ার করুন:

loading/img

বর্ণাঢ্য আয়োজনে যশোরের চৌগাছায় তিন দিনব্যাপী খেজুর গুড়ের মেলা শুরু হয়েছে। চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।

সোমবার (২৯ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলা পরিষদ বৈশাখী মঞ্চের সামনে মেলার উদ্বোধন করেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার।


বিজ্ঞাপন


চৌগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে এটি ২য় বারের মতো খেজুর গুড়ের মেলা।

মেলায় উপজেলার ১১টি ইউনিয়ন এবং চৌগাছা পৌরসভার জন্য একটি করে স্টল বরাদ্দ রাখা হয়।

এছাড়াও মৃধাপাড়া মহিলা কলেজের শিক্ষার্থীরা এবং একটি সংস্থার পক্ষ থেকে খেজুর গুড় দিয়ে তৈরি বিভিন্ন প্রকারের পিঠার দু’টি স্টল দেওয়া হয়। এছাড়া স্কাউটসের সদস্যরা মেলায় রস জ্বালিয়ে গুড় তৈরি করে বিক্রির ব্যবস্থা করেন।

আরও পড়ুন

যশোরে রস হয় না ১৩ লাখ খেজুর গাছে

এর আগে ২০২৩ সালের ১৬ ও ১৭ জানুয়ারি প্রথমবার গুড় মেলার আয়োজন করা হয়েছিল। তখন মেলায় দুই শতাধিক গাছি তাদের গুড় ও পাটালি নিয়ে অংশ নিয়েছিলেন।

মেলা উদ্বোধন উপলক্ষে উপজেলা পরিষদ বৈশাখী মঞ্চে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার।

এছাড়াও চৌগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফুলসারা ইউপি চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী, চৌগাছা পৌর মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেল, খেজুর গাছ গবেষক সৈয়দ নকীব মাহমুদ, বিশিষ্ট কলামিষ্ট অবসরপ্রাপ্ত অধ্যাপক মিজানুর রহমান মধু, সহকারী কমিশনার গুঞ্জন বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা মুবাশির হুসাইন প্রমুখ বক্তব্য দেন।

Jashore-1

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, যশোর অঞ্চলের খেজুর গুড়ের ঐতিহ্য ধরে রাখতে এবং খেজুর রস ও গুড়কে অর্থনৈতিক পণ্য হিসেবে প্রসার ঘটাতে খেজুর গাছ কাটা গাছিদের উৎসাহিত করতে চৌগাছার সে সময়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা প্রথমবারের মতো খেজুর গুড়ের মেলা করেন। তখন অলিখিতভাবে সিদ্ধান্ত হয় প্রতি বাংলা সনের ১ মাঘ থেকে চৌগাছায় খেজুর গুড়ের মেলা অনুষ্ঠিত হবে। তবে চলতি বছর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে মেলার সময় কিছুটা পিছিয়ে দেওয়া হয়।

মেলায় অংশগ্রহণকারী উপজেলার হাকিমপুর ইউনিয়নের স্বরুপপুর-চাকলা গ্রামের আব্দুল কুদ্দুস বলেন, তিনি ১২০ কেজি গুড় নিয়ে এসেছিলেন। মেলায় ৪০০ টাকা কেজি দরে গুড় বিক্রি করেছেন। তিনি বলেন, আগের বার মেলা শুরুর প্রায় ১৫ দিন আগে থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তবে এবার গত শুক্রবার আমাকে ফোন করা হয়। এজন্য সেভাবে প্রস্তুতি নিয়ে আসতে পারিনি। তিনি বলেন, এ কারণেই এবার মেলায় গাছি কম এসেছে। আর গাছি কম আসলে মেলা জমজমাট হয় না।

তবে অংশগ্রহণকারী ও আয়োজকরা জানান, ২য় দিন মঙ্গলবার থেকে মেলায় গাছির সংখ্যা বাড়বে। মঙ্গলবার মেলায় অতিথি হিসেবে থাকবেন মিডিয়া ব্যক্তিত্ব শায়খ সিরাজ। এছাড়া বুধবার সমাপনী দিনে স্থানীয় সংসদ সদস্য ডা. তৌহিদুজ্জামান তুহিন প্রধান অতিথি থাকবেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub