সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ঢাকা

যশোর সদর সাব রেজিস্ট্রার কার্যালয়ে দুদকের অভিযান

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৫, ০৭:০৬ পিএম

শেয়ার করুন:

যশোর সদর সাব রেজিস্ট্রার কার্যালয়ে দুদকের অভিযান

জমি রেজিস্ট্রির নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে যশোর সদর সাব রেজিস্ট্রার কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে শহরের গরীব শাহ সড়ক সংলগ্ন কার্যালয়ে এ অভিযান পরিচালনা করা হয়।


বিজ্ঞাপন


অভিযানে অতিরিক্ত অর্থ গ্রহণের প্রমাণ পেয়েছে দুদক। অভিযানে নেতৃত্ব দেন দুদকের সমন্বিত জেলা কার্যালয় যশোর শাখার সহকারী পরিচালক আল আমিন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার দুপুরে যশোর জেলা রেজিস্ট্রার কার্যালয়ে দুই দফা অভিযান চালায় দুদক। প্রথম দফায় বুধবার দুপুর ১২টার দিকে দুদকের একটি টিম অভিযান চালায়। দুদকের নিজস্ব পোষক পরে সহকারী পরিচালক মো. আল আমীন, উপসহকারী পরিচালক জালাল উদ্দিনের নেতৃত্বে একটি টিম অভিযানে অংশ নেয়। প্রায় দুই ঘণ্টা অভিযান চালিয়ে ২টার দিকে টিমটি রেজিস্ট্রার অফিস ত্যাগ করেন। এর প্রায় ২০ মিনিট পর ফের ওই কার্যালয়ে দ্বিতীয় দফা অভিযান চালানো হয়। এরপর রেস্ট্রিার আবু তালেবের কক্ষে রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে তদন্ত দল।

অভিযান সম্পর্কে দুদক যশোর সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমীন জানান, জমি রেজিস্ট্রেশন কার্যক্রমে অনিয়মের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়েছে। সাব রেজিস্ট্রার অফিসের পেশকার ভৈরব চক্রবর্তী ও কপিস্ট (নকলকারক) আসমা খাতুনের কিছু কর্মকাণ্ড- আমাদের কাছে সন্দেহজনক মনে হয়েছে। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, অভিযানকালে কাউকে আটক করা হয়নি।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর