গাজীপুরের কাপাসিয়া উপজেলার বড়হড় বাজার এলাকায় সিএনজি খাদে পড়ে এক নারী নিহত ও তিনজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত রুমা আক্তার নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার পাঁচঘাট গ্রামের গোলাম হোসেনের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৩টার দিকে সিএনজি চালিত অটোরিকশাটি ঢাকা থেকে পাকুন্দিয়া যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণে হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় রুমা আক্তার নামে এক নারী ঘটনাস্থলে নিহত হন।
কাপাসিয়া থানার ওসি মোহাম্মদ আবদুল বারিক জানান, নিহত নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং আহত তিনজনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/ এজে