দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনিতে দুর্ঘটনার শিকার হয়ে সোহাগ বাবুল (৪৩) নামে এক খনি শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৬ এপ্রিল) সকালে মধ্যপাড়া পাথর খনির আন্ডারগ্রাউন্ডে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত খনি শ্রমিক সোহাগ বাবুল রংপুরের মিঠাপুকুর উপজেলা বড়বালা ইউনিয়নের ঘিললাই মালতলা গ্রামের রফিক উদ্দিনের ছেলে।
পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুস ছালাম জানান, বুধবার সকাল ১১টার দিকে মধ্যপাড়া পাথর খনির ভূ-অভ্যন্তরে ব্লাস্টিং এর কাজ শুরু করেন সোহাগ বাবু নামে এক শ্রমিক। কাজ করার সময় অসতর্কতায় পড়ে গিয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। এর পরপরই তিনি মৃত্যুবরণ করেন।
প্রতিনিধি/এজে