বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ঢাকা

আর্সেনালকে হারিয়ে শেষ চারে যেতে এমবাপের গোল চান আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৫, ০৯:৪৭ পিএম

শেয়ার করুন:

আর্সেনালকে হারিয়ে শেষ চারে যেতে এমবাপের গোল চান আনচেলত্তি

চ্যাম্পিয়ন্স লিগের ১৫ বারের শিরোপা জয়ী দল রিয়াল মাদ্রিদ এবার শেষ আটের বাধা উতরাতে পারবে কি না তা জানা যাবে আজ রাতেই। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আর্সেনালের মাঠ থেকে ৩-০ গোলের বড় পরাজয় নিয়ে ফিরেছে লস ব্লাঙ্কোসরা। এই ব্যবধান ঘুচিয়ে আরও একটি প্রত্যাবর্তনের গল্প লিগে রিয়াল সেমিফাইনালে যেতে পারবে কি না তা সময়ই বলে দেবে। তবে প্রত্যাবর্তনের গল্প লিখে সেমিতে যেতে কিলিয়ান এমবাপেকে যে গোল করতে হবে সে কথা জানিয়ে দিয়েছেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি।

চ্যাম্পিয়ন্স লিগের আসরে সংখ্যবার ফিরে আসার দৃষ্টান্ত উপস্থাপন করে ম্যাচ জিতে নিয়েছে রিয়াল। এবারও একই পরিস্থিতির মুখে দাড়িয় লস ব্লাঙ্কোসরা। এদিকে এবারের আসরে রিয়ালের হয়ে সবচেয়ে বেশি গোল করেছেন এমবাপে। আজ গুরুত্বপূর্ণ এই ম্যাচেও তার কাছে গোল চান আনচেলত্তি।


বিজ্ঞাপন


আর্সেনালের কাছে হারের পর লিগে নিজেদের সব শেষ ম্যাচে আলাভেসের বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন এমবাপে। এ ঘটনায় ১ ম্যাচের নিষেধাজ্ঞাও পেয়েছেন এমবাপে। তবে এসব পেছনে ফেলে আর্সেনাল ম্যাচেই মনোযোগ এমবাপের।

ম্যাচের আগে রিয়াল কোচ আনচেলত্তিও তাই জানিয়েছেন। তিনি বলেন, “যেটা ঘটেছিল, তা নিয়ে সে কষ্ট পেয়েছিল, হতাশ হয়েছিল। তবে গতকাল সে খুবই ভালো অনুশীলন করেছে, খুবই অনুপ্রাণিত। তাকে আমাদের প্রয়োজন। আমাদের কেবল রক্ষণ সামলালে চলবে না, গোলও করতে হবে। অতীতের যেকোনো সময়ের চেয়ে আগামীকাল (বুধবার) তার গোল আমাদের বেশি প্রয়োজন।”

সেমিতে যেতে সব প্রচেষ্টা করবে তার দল এমনটা জানিয়ে আনচেলত্তি বলেন, “আমি ছেলেদের সাথে এই ম্যাচের আবেগ নিয়ে কথা বলেছি, কেমন মানসিকতা নিয়ে মাঠে নামতে হবে, সেটা নিয়ে কথা বলেছি। অনুপ্রেরণা আছে এবং আমি চাই, যথেষ্ট শান্ত থেকে ছেলেরা এই ম্যাচের প্রস্তুতি নিক। কেবল একটা বিষয়ে আমরা নিশ্চিত নই যে, আমরা কাঙ্ক্ষিত ফল পাব কি না; কিন্তু নিশ্চিতভাবেই আমরা আমাদের সবটুকু ঢেলে দেব।”

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর