হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের হাওরে বজ্রপাতে দুইজন ধান কাটার শ্রমিক নিহত হয়েছেন।
বুধবার (১৬ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত ব্যক্তিরা হলেন—চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনিরুল ইসলাম (২২) ও একই এলাকার কপিল উদ্দিন (৪৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শিবপাশা গ্রামের পাশ্ববর্তী হাওরে ধান কাটতে যান একদল শ্রমিক। বিকেলে হঠাৎ ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত শুরু হলে মনিরুল ও কপিল উদ্দিন বজ্রাঘাতে আহত হন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতিনিধি/একেবি
বিজ্ঞাপন