বগুড়ার শিবগঞ্জে তীব্র শীতে আগুন পোহাতে গিয়ে শ্রীমতি চম্পারানী (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
শনিবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে নয়টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিজ্ঞাপন
শ্রীমতি চম্পারানী উপজেলার দেউলী ইউনিয়নের রহবল হিন্দু পাড়ার শ্রী প্রফুল্লর স্ত্রী।
স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার দিনগত রাত ২টার দিকে তীব্র শীতে বাড়ির উঠানে খড়কুটার আগুন পোহাতে গিয়ে চম্পারানীর গায়ের কাপরে আগুন লেগে যায়। এতে গুরুতর দগ্ধ হন তিনি।
পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল নয়টায় মারা যান শ্রীমতি চম্পারানী।
দেউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস