গত কয়েকদিন ধরে লালমনিরহাট জেলা জুড়ে চলছে তীব্র শীতের দাপট। সেই শীত নিবারণে আগুন পোহাতে গিয়ে আগুনে দগ্ধ হয়ে ফাতেমা বেগম (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁর মৃত্যু হয়। মৃত বৃদ্ধা ফাতেমা বেগম ওই উপজেলার টংভাঙা ইউনিয়নের বাড়াইপাড়া গ্রামের রহমুল্লাহর স্ত্রী।
স্থানীয়রা জানান, তীব্র ঠান্ডা সহ্য করতে না পেরে ফাতেমা বেগম বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে থাকা
বিজ্ঞাপন
খড়ের গাদায় দেয়া আগুন পোহাতে বসেন। এ সময় অসাবধানতা বশত তাঁর শাড়িতে আগুন লেগে যায়। এতে তাঁর হাত, পা এবং গলার বেশকিছু অংশ পুড়ে যায়। প্রতিবেশীরা তৎক্ষণাৎ তাঁকে স্থানীয় হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ আনোয়ারুল হক বলেন, জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছিলেন। কিন্তু বৃদ্ধার পরিবার দরিদ্র হওয়ায় চিকিৎসার ব্যয়ভার বহন করতে অক্ষম ছিল। ফলে বৃদ্ধাকে তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই চিকিৎসা করাতে অনুরোধ করেন। পরে সন্ধ্যার দিকে তাঁর অবস্থার আরও অবনতি হলে আমরা রংপুরে নিয়ে যেতে বলি। রংপুরে নিয়ে যাওয়ার প্রাক্কালে এই হাসপাতালেই তাঁর মৃত্যু হয়।
তিনি আরও জানান, বৃদ্ধা ফাতেমার শরীরের প্রায় ২৫ শতাংশ পুড়ে গিয়েছিল, তাছাড়া তাঁর হৃদরোগ ছিল। সবমিলিয়ে তাঁর মৃত্যু হয়েছে।