রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

কুমিল্লায় আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৩, ০৮:৪৩ পিএম

শেয়ার করুন:

loading/img

কুমিল্লার তিতাসে মো. মোস্তফা কামাল মুন্সী (৪০) নামের এক আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আরও দু’জন আহত হয় বলে তাৎক্ষণিকভাবে জানা যায়।

সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলে উপজেলা নারান্দিয়া ইউনিয়নের নয়াচর গ্রামে হত্যাকাণ্ডটি ঘটেছে।


বিজ্ঞাপন


মোস্তফা তিতাস উপজেলা ভিটিকান্দি ইউনিয়নের রঘনাথপুর গ্রামের আবুল হাসেমের ছেলে ও ভিটিকান্দি ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

পুর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে জানান এলাকাবাসী।

এ ব্যাপারে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কান্তি দাসকে ফোন দিলে ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এই ক্যাটাগরির আরও খবর