রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

বহিষ্কার হলেন জামালপুর বিএনপির নেতা হোসেন রেজা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০২৩, ০৪:০২ এএম

শেয়ার করুন:

loading/img

জামালপুর-২ ইসলামপুর আসনের তৃণমূল বিএনপির প্রার্থী হওয়ায় বিএনপি থেকে বহিষ্কার হলেন অ্যাডভোকেট হোসেন রেজা বাবু। 

শুক্রবার (১ ডিসেম্বর) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞাপন


দলীয় প্যাডে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে জামালপুর জেলা বিএনপির সদস্য ও ইসলামপুর উপজেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট হোসেন রেজা বাবুকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

আরও পড়ুন

ভোটে গেলেন বিএনপির কারা, বহিষ্কার হলেন কতজন

বহিষ্কারের বিষয়ে জানতে চাইলে অ্যাডভোকেট হোসেন রেজা বাবু সাংবাদিকদের বলেন, বহিষ্কার বড় কথা নয়। আমি নিজেই বিএনপি থেকে পদত্যাগ করেছি। নির্বাচনে লড়ার লক্ষ্যে তৃণমূল বিএনপির প্রার্থী হয়েছি।

ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব সাংবাদিকদের বলেন, তৃণমূল বিএনপির প্রার্থী হওয়ায় অ্যাডভোকেট হোসেন রেজা বাবুকে বিএনপির কেন্দ্রীয় দফতর থেকে বহিষ্কার করে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তবে উপজেলা বিএনপির সহসভাপতি পদ থেকে তার পদত্যাগের বিষয়টি আমরা অবগত নই। 


বিজ্ঞাপন


এমএইচএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন