দিনাজপুরে সড়কে ধানবাহী ট্রাকে মুরগি বোঝাই পিকআপের ধাক্কায় দু’জন নিহত হয়েছেন।
শুক্রবার (১০ নভেম্বর) ভোর চারটার দিকে ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি ক্যাম্পের সামনে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।
নিহতরা হলেন- পিকআপভ্যানের চালক ঠাকুরগাঁ জেলার জগন্নাথপুর (বাঙালিপাড়া) গ্রামের ফয়েজের ছেলে নায়েব আলী (৪৫) ও তার সহকারী একই গ্রামের মকবুলের ছেলে শফিউল।
পুলিশ জানায়, ঢাকাগামী একটি কাভার্ডভ্যানের চাকা পাংচার হয়। পেছনে থাকা একটি ধানবাহী ট্রাক তখন সেটিকে ধাক্কা দেয়। এসময় ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা মুরগি বোঝাই পিকআপভ্যান ওই ধানবাহী ট্রাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপভ্যানে থাকা চালক ও তার সহকারীর মৃত্যু হয়।
প্রতিনিধি/এসএস