নীলফামারীর ডোমার উপজেলার বামুনিয়ায় ৫০ বছর বয়সের ঊর্ধ্বে প্রবীণ ব্যক্তিদের ব্যতিক্রমী ফুটবল খেলার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ সোমবার) বিকেলে বামুনিয়া উপজেলার জব্বার মিয়ার মাঠে সম্মিলিত প্রয়াস নামে একটি সামাজিক সংগঠন ব্যতিক্রমী এ খেলার আয়োজন করে।
বিজ্ঞাপন
খেলায় নির্ধারিত সময়ে দুই দল কোনো গোল করতে না পারায় টাইব্রেকারে সন্দেশ একাদশ যমুনেশ্বরী একাদশকে ২-০ গোল ব্যবধানে পরাজিত করে।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (ডোমার ডিমলা) আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার।
বামুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমিনুর রহমানের সভাপতিত্বে জেলা পরিষদ চেয়ারম্যান মমতাজুল হক খেলাটির উদ্বোধন করেন।
বিজ্ঞাপন
উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, গোমানাতি কলেজের অধ্যক্ষ ফরিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, সাবেক চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান বুলেট প্রমুখ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন।
আয়োজনকারী সংগঠন সম্মিলিত প্রয়াসের সভাপতি সম্রাট ইসলাম বলেন, তরুণরা যেন মাদক ও খারাপ অভ্যাস ছেড়ে এ খেলা দেখে উদ্বুদ্ধ হয়ে মাঠে আসে। মধ্যবয়সী ও প্রবীণ ব্যক্তিরা শরীর চর্চা করে স্বাস্থ্য ঠিক রাখতে পারে। মূলত এ কারণেই আজকের এই ব্যতিক্রমী আয়োজন।
খেলা দেখতে আসা রুবেল রিমন নামে এক তরুণ জানান, এতদিন আমরা খেলতাম আমাদের মুরুব্বিরা খেলা দেখতো। মুরুব্বীরা খেলছে আমরা খেলা দেখছি। সত্যিই অসাধারণ লাগছে তাদের খেলা দেখে।
নাঈম ইসলাম নামে আরেক তরুণ বলেন, এ খেলা দেখে আমরা সকল দর্শকই খুবই মজা পেয়েছি। কখনও কেউ খুব ভালো খেলছে। আবার কেউ বল নিয়ে যেতে পড়ে যাচ্ছে। গোল বারের সামনে বল পেয়েও গোল দিতে পারছে না। এতে দর্শকরা আরও বেশি মজা পাচ্ছে। খেলাটি সত্যিই অসাধারণ ছিল।
বিশেষ অতিথি তোফায়েল আহমেদ বলেন, খেলাধুলাই তরুণ ও যুবকদের মাদক ও অন্যায় কাজ থেকে দূরে রাখতে পারে। এজন্য আমি সব সময় খেলাধুলার সঙ্গে যুক্ত থাকি।
উদ্বোধক অ্যাডভোকেট মমতাজুল হক বলেন, ব্যতিক্রমী খেলাটি দেখে যেমন আমি অভিভূত। দর্শকের উপস্থিতি এবং আগ্রহ দেখে আরও অভিভূত। এরকম আয়োজনে আমি সবসময় আপনাদের পাশে থাকব।
প্রধান অতিথি সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার বলেন, ব্যতিক্রমী প্রবীণদের খেলা দেখে আমি অভিভূত। সমাজের তরুণ বিপথগামীদের খেলার মাঠে ফিরে আসার আহ্বান জানান তিনি।
প্রতিনিধি/এসএস