খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার মুসলিম পাড়া ও বড়বিল এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে দুই ব্যক্তিকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১ নভেম্বর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনা নাছরিন উপজেলার মুসলিম পাড়ায় ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে মীর হোসেনকে ৮০ হাজার টাকা ও একই অপরাধে টিপু সুলতানকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেন।
বিজ্ঞাপন
মানিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীনা নাছরিন বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে পাহাড় কাটা ও বালু উত্তোলন বন্ধে নিয়মিতভাবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার অংশ হিসেবে এ জরিমানা আদায় করা হয়েছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
প্রতিনিধি/এসএস