সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

শান্তি পরিবহন-চাঁদের গাড়ি সংঘর্ষ, নিহত ১ আহত ২৫

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৩, ০৯:০০ পিএম

শেয়ার করুন:

loading/img

খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলার সাপমরা এলাকায় যাত্রীবাহী বাস শান্তি পরিবহন ও কলা বোঝাই জিপ (চাঁদের গাড়ি) মুখোমুখি সংঘর্ষে চাঁদের গাড়ি চালক ইব্রাহীম (৪৫) মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ২৫ জন।

মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে এ দুর্ঘটনা ঘটে ।


বিজ্ঞাপন


ইব্রাহীম খাগড়াছড়ির ভাইবোনছড়া এলাকার বাসিন্দা মৃত আমির হামজার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা নাইট কোচ শান্তি পরিবহন (ঢাকা মেট্টো-ব ১১-৩৫৯৪) ও খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা কলা বোঝাই চাঁদের গাড়ি মাটিরাঙার সাপমারা এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চাদের গাড়ির চালকসহ প্রায় ২৫ যাত্রী আহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে চিকিৎসা চলছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চাঁদের গাড়ি ইব্রাহীম মৃত্যু হয়।

accident-3


বিজ্ঞাপন


দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যায় শান্তি পরিবহন ও কলা ভর্তি চাঁদের গাড়ি উল্টে পড়ে যায়। দুর্ঘটনার পর পলাতক রয়েছে শান্তি পরিহনের চালক। এসময় খাগড়াছড়ি-চট্টগ্রম আঞ্চলিক মহাসড়ক ব্যাঙমারা এলাকায় সড়কের উভয় দিকে যানজটের সৃষ্টি হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া বলেন, চাঁদের গাড়ির চালক নিহত ও আহত হয়েছে বেশ কয়েকজন। আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আহতের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

চলতি এক মাসে সাতবার শান্তি পরিবহনে সড়ক দুর্ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনার কারণে খাগড়াছড়ি জেলার যাত্রীতের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন