সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

ফুলগাজীতে সামাজিক সুরক্ষার মতবিনিময়, ৫ সহস্রাধিক সুবিধাভোগীর অংশগ্রহণ

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৩, ০৭:৩১ পিএম

শেয়ার করুন:

loading/img

ফেনীর ফুলগাজীতে সরকারের সামাজিক সুরক্ষার আওতায় সুবিধাভোগীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন অঞ্চল থেকে ৫ সহস্রাধিক সুবিধাভোগী অংশগ্রহণ করেন।

শনিবার (১৪ অক্টোবর) বিকেলে ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা আওয়ামী লীগের সদস্য ও পোর্টল্যান্ড গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার।


বিজ্ঞাপন


স্থানীয় ইউপি চেয়ারম্যান সেলিমের সভাপতিত্বে ফুলগাজী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ সভার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি আবদুল আলিম।

Feni-1

বিশেষ অতিথি ছিলেন আনন্দপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন মজুমদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ মোশাররফ হোসেন ও ফুলগাজী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন করিম৷

ফুলগাজী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে সরকারি বিভিন্ন ভাতাভোগী হাজার হাজার ব্যক্তি উপস্থিত ছিলেন। 


বিজ্ঞাপন


সভায় প্রধান অতিথির বক্তব্যে শিল্পপতি মিজানুর রহমান মজুমদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নের জন্য নিরলস ভাবে পরিশ্রম করে যাচ্ছেন। তার সময়ে বাংলাদেশের সব সূচকেই ব্যাপক উন্নয়ন হয়েছে। তারই অংশ হিসেবে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সেবাগ্রহীতার সংখ্যা বৃদ্ধি করে সহায়তার অর্থের পরিমাণ অনেক বাড়ানো হয়েছে। তাই আগামী নির্বাচনে সবাই নৌকা প্রতিকে ভোট দিয়ে শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী বানাতে হবে। শেখ হাসিনা ক্ষমতায় আসলে সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা ২ থেকে ৩ গুন বৃদ্ধি করা হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন