মাগুরার শ্রীপুর উপজেলার মদনপুর গ্রামের সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. ইকরাম আলী বিশ্বাস ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে …রাজেউন)। মঙ্গলবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ৭টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মুক্তিযোদ্ধা কমান্ডার ইকরাম আলী বিশ্বাসের বড় ছেলে মো. শামীমুল ইসলাম জানান, বেলা ২টায় গার্ড অব অনার শেষে বাদ আসর স্থানীয় মদনপুর ইদগাহ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
বীর মুক্তিযোদ্ধা ইকরাম আলী বিশ্বাসের মৃত্যুতে মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. সাইফুজ্জামান, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার, মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি আফম আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পংকজ কুন্ডু, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক হুমাউনূর রশিদ মুহিতসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গভীর শোক জানিয়েছেন।
প্রতিনিধি/এইচই