সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

চুয়াডাঙ্গায় ট্রেনে কেটে প্রাণ গেল শারীরিক প্রতিবন্ধীর

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১৫ এএম

শেয়ার করুন:

loading/img

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ট্রেনে কেটে মুরাদ হোসেন (৪০) নামে এক শারীরিক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে দামুড়হুদা উপজেলার জয়রামপুর রেলওয়ে স্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


দর্শনা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মুরাদ হোসেন ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার লক্ষীপুর গ্রামের বাসিন্দা।

দর্শনা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আতাউর রহমান জানান, বিকেলে জয়রামপুর রেলওয়ে স্টেশনের অদূরে রেললাইন পার হচ্ছিলেন মুরাদ। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে কেটে ঘটনাস্থলেই নিহত হন তিনি। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন