মোটরসাইকেল নির্মাণকারী কোম্পানি হিরো মোটোকর্প ভারতে তাদের জনপ্রিয় কমিউটার বাইক স্প্লেন্ডর প্লাসের নতুন সংস্করণ লঞ্চ করেছে। নতুন মডেলটির এক্স-শোরুম দাম ৭৯ হাজার রুপি।
এতে রয়েছে আপডেটেড ইঞ্জিন, নতুন ফিচার, এবং উন্নত ফুয়েল এফিশিয়েন্সি, যা একে বাজেট সেগমেন্টে আরও শক্তিশালী করে তুলেছে।
বিজ্ঞাপন
২০২৫ স্প্লেন্ডার প্লাস এখন ওবিডি২ কমপ্লায়েন্ট, অর্থাৎ এটি নতুন নির্গমন বিধি অনুযায়ী তৈরি। বাইকটিতে আগের মতোই ৯৭.২ সিসি, এয়ার-কুলড, সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে, তবে সেটিকে আরও পরিশ্রুত করা হয়েছে।
এই ইঞ্জিন ৮.০২ পিএস শক্তি (৮০০০ আরপিএমে) এবং ৮.০৫ এনএম টর্ক (৬০০০ আরপিএমে) উৎপন্ন করে। এর সঙ্গে রয়েছে ৪ স্পিড গিয়ারবক্স।
হিরো দাবি করেছে, এই নতুন মডেল ৭৩ কিমি/লিটার মাইলেজ দেবে, যা এই সেগমেন্টের মধ্যে অন্যতম সেরা। প্রতিদিনের যাতায়াতের জন্য যারা খরচ বাঁচাতে চান, তাদের জন্য এটি দারুণ সুবিধা।
বিজ্ঞাপন
আরও পড়ুন: এই মোটরসাইকেলের তেল সহজে ফুরায় না
কম মেইনটেন্যান্স খরচ, উচ্চ মাইলেজ ও দীর্ঘমেয়াদী নির্ভরযোগ্যতার কারণে এটি শহর ও গ্রামের উভয় ক্রেতাদের পছন্দ।
এই বাইকে ৫ বছরের ওয়ারেন্টি মিলছে। যা দীর্ঘমেয়াদে আরও স্বস্তি দিচ্ছে।
এজেড