বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় চারটি চোরাই গরুসহ দুই চোরকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার ২৪ (আগষ্ট) সকালে উপজেলার নোনাডাঙ্গা এলাকায় মোংলা-মাওয়া মহাসড়ক থেকে পিকআপসহ চোরাই গরুসহ দুই চোর আটক হলেও আরেকটি ট্রাক করে কয়েকজন চোর পালিয়ে যায়।
বিজ্ঞাপন
আটক ব্যক্তিরা হলেন- ফকিরহাট উপজেলার টাউন নোয়াপাড়া গ্রামের সালাম মোড়লের ছেলে পিকআপ চালক শফিকুল মোড়ল (২৩) ও বাগেরহাট সদর উপজেলার পরকুশাইল গ্রামের তৈয়ব আলী শেখের ছেলে আফসার শেখ (৪০)।
আরও পড়ুনঃ স্কুলছাত্রীকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গরু চের সিন্ডিকেটের প্রধান বাগেরহাট সদর উপজেলার জাহাঙ্গীর শেখ একটি ট্রাকে করে চারটি চোরাই গরু নিয়ে বৃহস্পতিবার সকালে মোংলা-মাওয়া মহাসড়কের উপজেলার নোনাডাঙ্গা এলাকায় পৌঁছায়।
এরপর তারা ওই চারটি গরু অন্য একটি পিকআপ তোলে। এসময়ে স্থানীয়রা গরু কোথা থেকে আনা হয়ে জিজ্ঞাসাবাদ শুরু করলে গরু চোর সিন্ডিকেটের প্রধান জাহাঙ্গীর শেখসহ চোর সিন্ডিকেটের অন্যরা একটি ট্রাক নিয়ে বাগেরহাটের দিকে পালিয়ে যায়। স্থানীয়দের সহয়তায় টহল পুলিশ চারটি চোরই গরু ও একটি পিকআপসহ দুই চোরকে আটক করেছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস