নওগাঁর রাণীনগরে জিন তাড়ানোর অযুহাতে এক নারীকে এলোপাথারী মারপিট করে নির্যাতনের অভিযোগে লিয়াকত শাহ (৬৫) নামে এক কবিরাজকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ আগস্ট) এ ঘটনায় নারীর স্বামী থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তথাকথিত কবিরাজকে গ্রেফতার করে। গ্রেফতার লিয়াকত উপজেলার পশ্চিম বালুভরা গ্রামের লদিয়া শাহার ছেলে।
বিজ্ঞাপন
জানা যায়, উপজেলার প্রত্যন্ত অঞ্চলের প্রায় ৪৫ বছর বয়সি এক নারী গত ১৫ আগস্ট রাতে হঠাৎ আবোল-তাবোল বকতে থাকে। এ অবস্থায় ওই নারীকে ঝাড়-ফুঁক দিতে এবং চিকিৎসা করাতে পরিবারের লোকজন কবিরাজ লিয়াকতকে ডেকে নিয়ে যায়। এরপর ওই নারীকে জিনে আছর করেছে এবং জিন তাড়াতে হবে এমন অযুহাতে বাঁশের লাঠি দিয়ে হাতে-পায়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারীভাবে বেদম মারপিট করতে থাকে কবিরাজ লিয়াকত। এতে ওই নারী গুরুত্বর অসুস্থ্য হয়ে পরলে তাকে রাতেই রাণীনগর হাসপাতালে ভর্তি করায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করে।
এ বিষয়ে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে ওই নারীর স্বামী বাদী হয়ে কবিরাজসহ আরো একজনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। মামলার পর অভিযান চালিয়ে কবিরাজ লিয়াকত শাহাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর দুপুরে আদালতে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/ এজে