রংপুরের বদরগঞ্জে বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ঘরে থাকা ৪ বছরের সিনহা নামে এক শিশুর মৃত্যু হয়।
রোববার (২০ আগস্ট) বিকালে বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউপির কাঁচাবাড়ি নয়াপাড়া গ্রামের সেরাজুল ইসলামের বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
বদরগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের লিডার আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রান্না শেষে অসাবধানতাবসত পাট খড়ির আশে থাকা অবশিষ্ট আগুনে বসতবাড়িতে আগন লাগে। সেই আগুন ছড়িয়ে পরে পুরো বাড়িতে। আাগুন লাগার বিষয়টি নজরে আসলে, সবাইমিলে আগুন নেভানোর পাশাপাশি খবর দেয় ফায়ার সার্ভিসকে। পরে বদরগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনে। আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
এদিকে ঘরের ভেতরে ঘুমন্ত অবস্থায় থাকা সিনহা (৪) নামে এক কন্যা শিশুর পোড়া দেহ উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
বদরগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের লিডার আফজাল হোসেন জানান, ঘটনাস্থলে দ্রুত আগুন নেভানো হয়। সেই সঙ্গে ঘরের ভেতরে থাকা এক শিশুর পোড়া দেহ উদ্ধার করেছি। এই অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ প্রায় চার লাখ টাকা।
প্রতিনিধি/এসএস