মুন্সিগঞ্জের লৌহজংয়ে চড়া দামে ফার্মের ডিম বিক্রি করায় দায়ে দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৩ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার ঘোড়দৌড় বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইলিয়াস শিকদার।
বিজ্ঞাপন
এসময় ক্রয় রশিদ না পাওয়া ও ভোক্তা পর্যায়ে অধিক মূল্যবৃদ্ধির অভিযোগের সত্যতা মেলায় জরিমানা করা হয় দুই ব্যবসা প্রতিষ্ঠানকে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলিয়াস শিকদার ঢাকা মেইলকে বলেন, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে জেলা প্রশাসনের নির্দেশনায় বাজার পরিস্থিতি সার্বিক বিষয় মনিটরিং করা হয়।
এসময় একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে ফার্মের ডিমের দাম অতিরিক্ত রাখায় জরিমানা করা হয়েছে। ঘোড়দৌড় বাজারের রাজ স্টোরের মালিক নারায়ণ রাজ বংশীকে দুই হাজার টাকা ও আবুল হাসেম স্টোরের আবুল হাসেমকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, ফার্মের ডিম ১৬২ টাকা ডজন কিনে ১৮০ টাকা বিক্রি করেন দোকানীরা এমনটি দাবি করছে। তবে এর কোনো প্রমাণ দেখাতে পারেনি। বরং ৬০ টাকা হালি বিক্রি করছে। সেই সঙ্গে ডিমের মূল্য তালিকাও দোকানে ক্রেতাদের উদ্দেশে প্রদর্শন করা হয়নি। ডিমের বাজারে মূল্য বৃদ্ধির ঊর্ধ্বগতি নিয়ে অস্থিরতা ঠেকাতে প্রতিটি বাজারে নিয়মিত এমন অভিযান অব্যাহত থাকবে খুচরাও পাইকারি পর্যায়ে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস