পটুয়াখালীর গলাচিপায় পৃথক পৃথক অভিযানে ৮৬০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে গলাচিপা থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েণের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে থানার সেকেন্ড অফিসার এসআই মো. মহসিন হাওলাদার ও এএসআই মো. শাহাবুদ্দিন সঙ্গীয় ফোর্সসহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে গলাচিপা খেয়াঘাট থেকে ৫০০ পিস ইয়াবাসহ মো. আতিকুল ইসলাম (২১) ও মো. আরিফ হোসেন (১৯) নামে দুই মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করে।
বিজ্ঞাপন
অপর দিকে, ওসির নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ওই দিন দুপুর ২টার দিকে উপজেলার চরকাজল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. মোক্তার হোসেন ও এএসআই সুদন সঙ্গীয় ফোর্সসহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে বড় চরকাজল গ্রামের সোবাহানের স-মিলের সামনে থেকে ৩৬০ পিস ইয়াবাসহ মো. সজিব খান (৩১) ও মশিউর রহমান লিটন গাজী (৪০) নামে দুই মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করে।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েণ বলেন, ভিন্ন ভিন্ন অভিযানে প্রথমে ৫০০ পিস ইয়াবাসহ ২ জন ও পরে ৩৬০ পিস ইয়াবাসহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করে পুলিশ। আসামি ৪ জনের বিরুদ্ধে গলাচিপা থানায় নিয়মিত মামলা রুজু করে জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রতিনিধি/ এজে