মৌলভীবাজারের বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে কেফায়েত উল্লাহ নামে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (২৩ জুন) রাতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে কেফায়েত উল্লাহকে গ্রেফতার কর হয়।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করেছেন বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুর রহমান।
গ্রেফতার কেফায়েত উল্লাহ বড়লেখা থানার চান্দগ্রাম গ্রামের মৃত মোস্তফা উদ্দিনের ছেলে।
এসআই মাহমুদুর রহমান জানান, জিআর-৮০/২০(বড়) মামলায় আসামির বিরুদ্ধে পেনাল কোডের ৩৮০ ধারার অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত তাকে ২ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেন। শনিবার (২৪ জুন) সকালে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
টিবি