বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

হোন্ডা শাইন ১০০ নাকি হিরো স্প্লেন্ডর প্লাস মোটরসাইকেল ভালো?

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২৩ মার্চ ২০২৫, ০১:৪৯ পিএম

শেয়ার করুন:

loading/img

এন্ট্রি-লেভেল কমিউটার সেগমেন্টের জনপ্রিয় দুইটি মডেল হোন্ডা শাইন ১০০ এবং হিরো স্প্লেন্ডর প্লাস। সম্প্রতি হোন্ডা শাইন ১০০ নতুন সংস্করণে বাজারে লঞ্চ হয়েছে। আপডেট আপডেট হিসেবে পেয়েছে ওবিডি ২ নির্গমনবিধি পালনকারী ইঞ্জিন এবং নতুন কালার অপশন।

২০২৩ সালের মার্চে লঞ্চ হওয়ার পর থেকেই শাইন ১০০ ভারতের বাজারে দ্রুত জনপ্রিয়তা অর্জন করে। হোন্ডার দাবি অনুযায়ী, এই বাইকটি এন্ট্রি-লেভেল সেগমেন্টে সংস্থার উপস্থিতি আরও শক্তিশালী করেছে।


বিজ্ঞাপন


অন্যদিকে, উক্ত সেগমেন্টে হিরো স্প্লেন্ডর প্লাস দুই চাকার বাজারে বরাবরই অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড। এন্ট্রি-লেভেল বাইকের বাজারে শাইন ১০০ এবং স্প্লেন্ডর প্লাসের মধ্যে তুলনামূলক পার্থক্য জানতে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক।

vs

হোন্ডা শাইন ১০০ মডেলে রয়েছে ওবিডি ২ কমপ্লায়েন্ট ৯৮.৯৮ সিসি ইঞ্জিন যা ৭.৩৮ পিএস শক্তি ৭৫০০ আরপিএমে এবং ৮.০৫ এনএম টর্ক ৫০০০ আরপিএম উৎপন্ন করতে পারে। এটি ৪-স্পিড গিয়ারবক্স দ্বারা চালিত, যা শক্তির মসৃণ ডেলিভারি নিশ্চিত করে।

অন্যদিকে, হিরো স্প্লেন্ডর প্লাসে ৯৭.২০ সিসি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যা ৮.০২ পিএস শক্তি ৮০০০ আরপিএমে এবং ৮.০৬ এনএম টর্ক ৬০০০ আরপিএম উৎপন্ন করে। এটি ৪-স্পিড গিয়ারবক্স যুক্ত। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: হোন্ডা ১০০ সিসির নতুন মোটরসাইকেল আনল

যদিও শাইন ১০০-এর শক্তি স্প্লেন্ডর প্লাসের তুলনায় কিছুটা কম, তবে নিম্ন আরপিএমে বেশি টর্ক থাকার কারণে শাইন ১০০ দ্রুতগতিতে অ্যাক্সেলারেশন দিতে সক্ষম।

vs-2

চ্যাসিস ও হার্ডওয়্যার

শাইন ১০০-এ ডায়মন্ড-টাইপ ফ্রেম ব্যবহার করা হয়েছে, অন্যদিকে হিরো স্প্লেন্ডর প্লাসে রয়েছে টিউবুলার ডাবল ক্র্যাডল ফ্রেম। হুইলবেসেও সামান্য পার্থক্য রয়েছে শাইন ১০০ এর ১২৪৫ মিমি হুইলবেস, যেখানে স্প্লেন্ডর প্লাসের হুইলবেস ১২৩৬ মিমি।

উভয় বাইকেই টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং রিয়ারে প্রিলোড অ্যাডজাস্টমেন্ট সহ টুইন শক অ্যাবজর্ভার রয়েছে। ব্রেকিং সিস্টেমে উভয় মোটরসাইকেলেই ড্রাম ব্রেক দেওয়া হয়েছে, এবং কোনোটিতেই ডিস্ক ব্রেকের অপশন নেই।

ফিচার ও ওজন

উভয় বাইকেই অ্যানালগ স্পিডোমিটার এবং কম্বি-ব্রেকিং সিস্টেম (সিবিএস) দেওয়া হয়েছে। তবে হিরো স্প্লেন্ডর প্লাসের ফুয়েল ট্যাঙ্ক ৮০০ মিলিলিটার বড়, যার ফলে এটি শাইন ১০০ এর তুলনায় ১৩ কেজি বেশি ভারী।

কোন বাইকটি আপনার জন্য উপযুক্ত?

যদি আপনি কম দামে একটি নির্ভরযোগ্য ও কার্যকরী কমিউটার বাইক খুঁজে থাকেন, তাহলে শাইন ১০০ ভালো অপশন হতে পারে, কারণ এটি সাশ্রয়ী মূল্যের পাশাপাশি কম ওজন ও ভালো টর্ক প্রদান করে। তবে, যদি আপনি একটু বেশি শক্তিশালী ইঞ্জিন ও বড় ফুয়েল ট্যাঙ্ক চান, তাহলে হিরো স্প্লেন্ডর প্লাস আপনার জন্য ভালো হবে। উভয় মোটরসাইকেলই এন্ট্রি-লেভেল কমিউটার সেগমেন্টে জনপ্রিয়, তাই পছন্দের বাইকটি বেছে নেওয়ার সময় আপনার বাজেট, পারফরম্যান্স ও ফিচার প্রয়োজনীয়তা বিবেচনা করা উচিত।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন