ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের শাহমল্লিকদী গ্রামে পূর্ববিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
বুধবার (২ এপ্রিল) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলা এ সংঘর্ষে উভয়পক্ষ দেশীয় অস্ত্র ও ইটপাটকেল ব্যবহার করে।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩১ মার্চ রাতে গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ টুকু মোল্লার ছেলে ইয়াসির আরাফাত মনি মোল্লাকে কুপিয়ে জখম করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে গ্রামে উত্তেজনা তৈরি হয়।
টুকু মোল্লার পরিবার প্রতিপক্ষ শাফি মোল্লার লোকজনকে এ হামলার জন্য দায়ী করে।
টুকু মোল্লা দাবি করেন, শাফি মোল্লার পক্ষের লোকজন ইয়াবা বিক্রি করে। আমার ছেলে এতে বাধা দিলে তাকে কুপিয়ে জখম করা হয়। অন্যদিকে শাফি মোল্লা এ দাবি অস্বীকার করে বলেন, দীর্ঘ দিন ধরে জমিজমা নিয়ে বিরোধ ছিল। তারা প্রথমে আমাদের ওপর হামলা চালিয়েছে।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ শহীদ মুন্সি জানান, জমি সংক্রান্ত বিরোধ থেকেই সংঘর্ষের সূত্রপাত। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয়পক্ষের লোকজন আহত হয়েছেন।
বিজ্ঞাপন
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। কোনো পক্ষ থেকে এখন পর্যন্ত অভিযোগ না আসায় আনুষ্ঠানিক ব্যবস্থা নেওয়া হয়নি।
প্রতিনিধি/ এমইউ