হোন্ডা বাজারে ১০০ সিসির নতুন মোটরসাইকেল আনল। সম্প্রতি ভারতের বাজারে এসেছে ২০২৫ হোন্ডা শাইন ১০০ মডেল। মোটরসাইকেলটির এক্স-শোরুম মূল্য রাখা হয়েছে ৬৮ হাজার ৭৬৭ রুপি।
আপডেট হিসাবে নতুন মডেলটি ওবিডি-২ নির্গমন পালনকারী ইঞ্জিন এবং নতুন গ্রাফিক্সসহ এসেছে। এর ফলে আগের মডেলের তুলনায় এর দাম ১৮৬৭ রুপি বৃদ্ধি পেয়েছে। শাইনের ১০০-এর ডিজাইনে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। যেমন হেডল্যাম্প কাউল, ফুয়েল ট্যাঙ্ক এবং সাইড ফেয়ারিংয়ে নতুন গ্রাফিক্স যুক্ত করা হয়েছে। এছাড়া, হোন্ডার উইং লোগো সরিয়ে শাইন ১০০ ব্যাজিং দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
২০২৫ শাইন ১০০ মডেলে নতুন ব্ল্যাকসহ অরেঞ্জ রঙের স্কিম চালু করা হয়েছে, যা আগের ব্ল্যাক সহ গোল্ড বিকল্পের বদলে এসেছে। এছাড়া, আগের মতোই ব্ল্যাক সহ রেড, ব্ল্যাক সহ ব্লু, ব্ল্যাক সহ গ্রে এবং ব্ল্যাক সহ গ্রিন রঙের বিকল্পগুলোও উপলব্ধ থাকবে।
আপডেটেড ইঞ্জিন ও ফিচার
নতুন হোন্ডা শাইন ১০০-এর সবচেয়ে বড় পরিবর্তন এর ওবিডি ২ কমপ্লায়েন্ট ইঞ্জিন। এই বাইকটিতে ৯৮.৯৮ সিসি, সিঙ্গল-সিলিন্ডার, এয়ার-কুল্ড, ফুয়েল-ইঞ্জেক্টেড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এটি ৭৫০০ আরপিএম গতিতে ৫.৪৩ কিলোওয়াট শক্তি এবং ৫০০০ আরপিএমে ৮.০৪ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। ইঞ্জিনের সঙ্গে চার-গতির ম্যানুয়াল গিয়ারবক্স সংযুক্ত রয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: বাইক চালানোর সঠিক নিয়ম জানেন না অনেকেই
নিরাপত্তার দিক থেকেও শাইন ১০০ বেশ উন্নত হয়েছে। বাইকটিতে সিবিএসসহ (কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম) ড্রাম ব্রেক রয়েছে। এছাড়া, টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক, টুইন রিয়ার শক অ্যাবজর্ভার, ব্ল্যাকড-আউট অ্যালয় হুইল, অ্যালুমিনিয়াম গ্র্যাব রেল এবং লম্বা সিঙ্গেল-পিস সিট দেওয়া হয়েছে।
এজেড