সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ঢাকা

দাম কমল এই ইলেকট্রিক বাইক ও স্কুটারের

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ০৯ মার্চ ২০২৫, ১০:১৪ এএম

শেয়ার করুন:

loading/img

ভারতের ইলেকট্রিক টু-হুইলার নির্মাতা ওপিজি মোবিলিটি তাদের ফেরাটো ব্র্যান্ডের ইলেকট্রিক স্কুটার ও মোটরসাইকেলের দাম কমানোর ঘোষণা করেছে। 

ফেরাটো ব্র্যান্ডের অধীন এই কোম্পানি বর্তমানে মটোফাস্ট, ফাস্ট এফ ৩ ইলেকট্রিক ইলেকট্রিক স্কুটার এবং ডিসরাপ্টর ইলেকট্রিক মোটরসাইকেল বিক্রি করে। বলার আপেক্ষা রাখে না, দাম হ্রাসের ফলে গ্রাহকরা তুলনামূলক সাশ্রয়ী মূল্যে উন্নত প্রযুক্তির ইলেকট্রিক যানবাহন কেনার সুযোগ পাবেন।


বিজ্ঞাপন


কোম্পানিটি সম্প্রতি ফেরাটো ডেফি ২২ নামের একটি নতুন ইলেকট্রিক স্কুটার উন্মোচন করেছে। স্কুটারটি ৭০ কিমি প্রতি ঘণ্টা সর্বোচ্চ গতিবেগ অর্জন করতে পারে। যার রেঞ্জ ফুল চার্জে ৮০ কিমি।

আরও পড়ুন: বিএমডব্লিউ বিলাসবহুল ম্যাক্সি স্কুটার আনল

এই স্কুটারটিতে লিথিয়াম আয়ন ফসফেট ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা আইপি ৬৭ রেটিংযুক্ত এবং এর চার্জারটি আইপি৬৫ ওয়েদারপ্রুফ। এর ফলে এটি দীর্ঘস্থায়ী এবং যেকোনো আবহাওয়াতে কার্যকর।

ferrato


বিজ্ঞাপন


ডেফি ২২ মডেলটিতে ১২০০ ওয়াটের মোটর দ্বারা চালিত। যা ২৫০০ ওয়াট পর্যন্ত পিক পাওয়ার প্রদান করতে পারে। এতে ৭২ ওয়াট ৩০ অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি সংযুক্ত রয়েছে, যা দীর্ঘস্থায়ী পারফরম্যান্স নিশ্চিত করে।

উন্নত স্পোর্টি ইলেকট্রিক বাইক

ফেরাটো সিরিজের মধ্যে সবচেয়ে শক্তিশালী ইলেকট্রিক বাইক হল ফেরাটো ডিসরাপ্টর। এতে ৬.৪ কিলোওয়াট আওয়ারের মোটর ব্যবহার করা হয়েছে, যা সর্বোচ্চ ২২৮ এনএম টর্ক এবং ৪৫ এনএম ন্যূনতম টর্ক উৎপন্ন করতে পারে। এই বাইকটির সর্বোচ্চ গতিবেগ ৯৫ কিমি প্রতি ঘণ্টা পর্যন্ত পৌঁছাতে পারে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন