শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

ম্যাক্সি স্কুটার

হিরো জুম ১৬০: হিরো শক্তিশালী ইঞ্জিনের অ্যাডভেঞ্চার স্কুটার

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৫, ০১:০১ এএম

শেয়ার করুন:

loading/img

সম্প্রতি হিরো স্কুটার আনল। যার মডেল হিরো জুম ১৬০। হিরোর এই ম্যাক্সি স্কুটারের দেখতে বেশ গর্জিয়াস। স্পোর্টি লুক আছে। রীতিমতো অ্যাডভেঞ্চার ঘরানার স্কুটার হিরো জুম।

নতুন এই স্কুটারটিতে শক্তিশালী সিভিটি ইঞ্জিন রয়েছে।এই স্কুটার নিয়ে লং ট্রিপে যাওয়া যাবে। সেভাবেই এর ডিজাইন করা হয়েছে। 


বিজ্ঞাপন


জুম ১৬০ হিরো মটো কর্পের বহু প্রতীক্ষিত একটি স্কুটার। ভারত মোবিলিটি এক্সপো-তেও নতুন স্কুটার উন্মোচন করা হয়েছে।

হিরো জুম কোম্পানির একটি প্রিমিয়াম অ্যাডভেঞ্চার স্কুটার। আগামী কয়েক সপ্তাহের মধ্যে যা শোরুমে দেখতে পেতে পারেন।

ziim

আজকাল বাইকের মতো শক্তিশালী ইঞ্জিন পাওয়া যাচ্ছে স্কুটারে। সেরকমই ১৬০ সিসির ইঞ্জিন আনল হিরো। যা ভারতে যে সব অ্যাডভেঞ্চার বা ম্যাক্সি স্কুটার রয়েছে তাদের চাপে ফেলবে। যেমন ইয়ামাহা অ্যারক্স, সুজুকি বার্গম্যান, এপ্রিলিয়া এসএক্সআর ১৬০ ইত্যাদি।


বিজ্ঞাপন


সাব ২০০ সিসি সেগমেন্টে একমাত্র লিকুইড কুল্ড ইঞ্জিন নিয়ে আসছে এই স্কুটি। জাপানি ব্র্যান্ড ইয়ামাহাকে বিশেষ ভাবে চ্যালেঞ্জ জানাতে পারে হিরো জুম ১৬০। 

হিরো জুম স্কুটারের ডিজাইন ও ইঞ্জিন

ডিজাইনের ক্ষেত্রে এটি সম্পূর্ণ অ্যাডভেঞ্চার ডিজাইনে আসতে চলেছে। সামনে থাকবে স্পোর্টি লুক, এলইডি হেডলাইট এবং লম্বা উইন্ডস্ক্রিন। আয়তনে ভারী এবং চওড়া হতে চলেছে হিরো জুম ১৬০। স্কুটারে ইঞ্জিন মিলবে ১৫৬ সিসি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল্ড ইঞ্জিন। যা সর্বোচ্চ ১৪ হর্সপাওয়ার এবং ১৩.৭ এনএম টর্ক তৈরি করতে পারে।

আরও পড়ুন: হিরোর এই অ্যাডভেঞ্চার বাইকের দাম হাতের নাগালে

উল্লেখ্য, এই স্পেসিফিকেশন প্রি-প্রোডাকশন মডেলের স্পেসিফিকেশন। তাই বাজারে অফিশিয়ালি যে মডেল লঞ্চ হবে তাতে আলাদা স্পেসিফিকেশন থাকতে পারে। সম্প্রতি হিরো দুইটি নতুন মোটরসাইকেল ভারতে লঞ্চ করেছে- ম্যাভরিক ৪৪০ এবং এক্সট্রিম ১২৫আর।

zoom

বাইকের পর এবার নতুন স্কুটার আনতে পারে হিরো মটোকর্প। যদিও ১৬০ সিসি ছাড়াও একটি মাইলেজ-ফ্রেন্ডলি ১২৫ সিসির জুমও লঞ্চ হবে বলে জানা গিয়েছে। এই স্কুটারে নিত্য যাতায়াতের জন্য আদর্শ হতে পারে। দুটোই ভারত মোবিলিটি এক্সপো অনুষ্ঠানে উন্মোচন করেছে হিরো মটোকর্প।

হিরো জুম ১৬০ স্কুটারের দাম

হিরো জুম ১৬০ স্কুটারের এক্স শোরুম দাম হতে পারে ভারতে ১.৩০ লাখ রুপি। 

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub