মোপেড বাইকের কথা অনেকেরই মনে আছে। বাইকের মতো দেখতে হলেও এতে সাইকেলের প্যাডেল রয়েছে। ভারতের বিখ্যাত কোম্পানি কাইনেটিক নতুন মোপেড নিয়ে বাজারে হাজির হচ্ছে। যার মডেল কাইনেটিক ই লুন।
সম্প্রতি, কোম্পানি তাদের নতুন ই লুনা মডেলের ডিজাইন পেটেন্ট করিয়েছে। যা ইঙ্গিত দেয় যে, শিগগিরই এই ইলেকট্রিক মোপেড ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে।
বিজ্ঞাপন
ফাঁস হওয়া পেটেন্ট ইমেজ অনুযায়ী, নতুন ই লুনা দেখতে বর্তমানে বাজারে থাকা মডেলের মতোই হবে। তবে, নতুন ভ্যারিয়েন্টে একটি অতিরিক্ত ব্যাটারি প্যাক যোগ করা হতে পারে। মডেলটিতে রাইডারের সিট ও হ্যান্ডেলবারের মাঝখানে একটি বড় আকারের বাক্স দেখা যাচ্ছে। অনুমান করা হচ্ছে, এই বাক্সের ভেতরে অতিরিক্ত ব্যাটারি রাখা হবে, যা সার্বিক রাইডিং রেঞ্জ আরও বেশি বাড়িয়ে দেবে। এমনটা হলে ক্রেতাদের কাছে আরও বেশি জনপ্রিয় হয়ে উঠবে মডেলটি।
আরও পড়ুন: ট্রায়াম্ফ এক জোড়া এনডুরো মোটরসাইকেল আনল
একবার চার্জে ২০০ কিলোমিটার রেঞ্জের সম্ভাবনা
বিজ্ঞাপন
বর্তমানে, কাইনেটিক ই লুনা ২ কিলোওয়াট আওয়ার ব্যাটারি ব্যবহার করে, যা ১১০ কিলোমিটার রাইডিং রেঞ্জ প্রদান করে। তবে, নতুন ব্যাটারি যুক্ত হলে, এটি একবার চার্জে ২০০ কিলোমিটার পর্যন্ত যেতে পারে। যদি এই অতিরিক্ত ব্যাটারিটি রিমুভেবল হয়, তাহলে চার্জিং টাইম মাত্র ৪ ঘণ্টায় সীমাবদ্ধ করা সম্ভব হবে, যা গ্রাহকদের জন্য বেশ সুবিধাজনক হবে।
এজেড