সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ঢাকা

গুগল মেসেজ থেকে সরাসরি হোয়াটসঅ্যাপে কল করা যাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৫ এএম

শেয়ার করুন:

loading/img

মেটার অধীন বিশ্বের জনপ্রিয় মেসেজি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সুখবর। আসছে এক উন্নত ও সুবিধাজনক ফিচার। গুগল মেসেজ থেকেই হোয়াটসঅ্যাপে ভিডিও কল করা যাবে। 

নতুন ফিচারটি বর্তমানে পরীক্ষাধীন রয়েছে ঠিকই। তবে খুব শিগগিরই এটা সকলের জন্য উন্মোচিত করা হবে।


বিজ্ঞাপন


সম্প্রতি অ্যানড্রয়েড কর্তৃপক্ষ এক রিপোর্টে জানিয়েছে যে, গুগল ও হোয়াটসঅ্যাপ সম্মিলিতভাবে এমন একটি ফিচার তৈরি করছে, যেখানে ব্যবহারকারীরা গুগল মেসেজ অ্যাপ ছাড়াই সরাসরি হোয়াটসঅ্যাপ ভিডিও কল শুরু করতে পারবেন।

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপ হ্যাক করতে নতুন পদ্ধতি বের করেছে হ্যাকাররা

কীভাবে কাজ করবে হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার?

অ্যানড্রয়েড কর্তৃপক্ষ তাদের গুগল মেসেজের 20250131 ভার্সনের APK টিয়ারডাউন-এর মাধ্যমে এই ফিচারটি সফলভাবে চালু ও পরীক্ষা করেছে। এতে দেখা গেছে, যদি দুজন ব্যবহারকারীর মোবাইলে হোয়াটসঅ্যাপ ইনস্টল ও কনফিগার করা থাকে, তাহলে গুগল মেসেজে ভিডিও কল আইকনে ট্যাপ করলেই সরাসরি হোয়াটসঅ্যাপ ভিডিও কল শুরু হবে।


বিজ্ঞাপন


call

তবে, যদি অপর প্রান্তের ব্যবহারকারীর ফোনে হোয়াটসঅ্যাপ ইনস্টল না থাকে, তাহলে ভিডিও কল ডিফল্টভাবে গুগল মিটে  চলে যাবে।

এই ফিচার কাদের জন্য প্রযোজ্য?

বর্তমানে এই নতুন হোয়াটসঅ্যাপ ভিডিও কলিং ফিচার শুধুমাত্র ব্যক্তিগত (প্রাইভেট) চ্যাটের জন্য প্রযোজ্য। তবে রিপোর্ট অনুসারে, পরবর্তীতে এটি গ্রুপ চ্যাটেও ব্যবহার করা যাবে। এখন পর্যন্ত গুগল অ্যাপে ডিফল্ট ভিডিও কলিং অপশন হিসেবে Google Meet ব্যবহৃত হয়। তবে এটি ব্যবহারের জন্য উভয় ব্যবহারকারীর মোবাইলে মিট ইনস্টল থাকা, গুগল মেসেজ ও মিট-এ লগ ইন করা এবং ফোরজি এলটিই ভিত্তিক কলিং সমর্থনকারী ফোন নম্বর থাকা বাধ্যতামূলক।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub