সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ঢাকা

এসব মডেলের অ্যানড্রয়েড ফোনে বিশেষ ফিচার দিচ্ছে গুগল

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৭ পিএম

শেয়ার করুন:

loading/img

অ্যানড্রয়েড ১৫ ভার্সনের ফোন ব্যবহারকারীদের জন্য সুখবর। অ্যানড্রয়েড ডিভাইসকে অতিরিক্ত নিরাপত্তা দেওয়ার স্বার্থে অফিসিয়ালভাবে একটি নতুন ফিচার রোল আউট করতে শুরু করেছে গুগল। যার নাম আইডেনটিটি চেক (Identity Check)। বিশ্বব্যাপী বাছাই করা কিছু ডিভাইসে এই ফিচার পাওয়া যাবে।

ধরা যাক, কারও কাছে যদি ব্যবহারকারীর ফোনের পাসকোড, পিন অথবা পাসওয়ার্ড থাকে, সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য এই ফিচার ডিজাইন করা হয়েছে।


বিজ্ঞাপন


আইডেনটিটি চেক ফিচারের মাধ্যমে ফিঙ্গার প্রিন্টস অথবা ফেসিয়াল রেকগনিশনের মতো বায়োমেট্রিক ব্যবহার করে নিজেদের অথেন্টিকেট করতে হবে ব্যবহারকারীদের। এর মাধ্যমে ব্যবহারকারীর তথ্য চুরির হাত থেকে বাঁচানোই লক্ষ্য সংস্থার। এর জন্য অবশ্য রয়েছে ‘Theft Detection Lock’ এবং ‘Offline Device Lock’-এর মতো টুলও।

15

বাড়ির মতো নিরাপদ জায়গার বাইরে যখন ডিভাইসকে নিয়ে যাওয়া হবে, তখন অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা সক্রিয় হয়। গুগলের আশা, আইডেনটিটি চেকের কারণে চোরেরা অ্যান্টি-থেফট ফিচার ডিজেবল করতে পারবে না। কিংবা ব্যবহারকারীর ফোনের সিকিউরিটি সেটিংসও বদলাতে পারবে না। যদিও যদি ব্যবহারকারীর ফোন অ্যাক্সেস করা ব্যক্তি ইতিমধ্যেই এই ট্রাস্টেড লোকেশনগুলোর মধ্যে একটিতে থাকে, তবে এই ফিচারটি খুব একটা সহায়ক হবে না।

আইডেনটিটি চেকের পেছনে থাকা কনসেপ্ট কিন্তু পুরোপুরি নতুন নয়। গত বছর এর বিকাশ নিয়ে ইঙ্গিত দিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। এখন এই ফিচার অফিসিয়াল ভাবে পাওয়া যাচ্ছে। কীভাবে তা কাজ করবে, সেটাই জেনে নেওয়া যাক।


বিজ্ঞাপন


আরও পড়ুন: নিরাপত্তা ঝুঁকিতে ক্রোম ব্রাউজার ব্যবহারকারীরা, সাবধান থাকার পরামর্শ

ট্রাস্টেড লোকেশন থেকে দূরে থাকাকালীন ব্যবহারকারীর ফোনের ক্রিটিক্যাল সেটিংস অ্যাক্সেস করার চেষ্টা হয়, তাহলে বায়োমেট্রিক অথেন্টিকেশন রিক্যুয়েস্ট ট্রিগার করবে। ক্রিটিক্যাল সেটিংস অ্যাক্সেসের মধ্যে অন্যতম হল – ডিভাইসের পিন পরিবর্তন, থেফট প্রোটেকশন ডিজেবল করা অথবা গুগলের পাস-কি অ্যাকসেস। এটা নিশ্চিত করছে যে, কেউ পাসওয়ার্ড জানলেও আসল মালিকই শুধুমাত্র এই পরিবর্তনগুলো করতে সক্ষম হবেন।

android_pic

থেফট প্রটেক্টশন টুলসেটের সাহায্যে কীভাবে এই ফিচার একত্রিত হয়েছে, সেই বিষয়ে তথ্য প্রদান করেছে গুগল। ধরা যাক থেফট ডিটেকশন লকের কথাই। যদি এটি শনাক্ত হয় যে, কেউ ব্যবহারকারীর হাত থেকে ফোনটি ছিনিয়ে নিয়েছেন, তাহলে তা স্বয়ংক্রিয় ভাবে ফোন লক করে দেবে। একইভাবে ফোন অফলাইন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে অফলাইন ডিভাইস লক কাজ করবে। এই ফিচারটি আনা হয়েছিল ২০২৪ সালের শেষের দিকে। যা বর্তমানে গোটা বিশ্ব জুড়ে অ্যানড্রয়েড ১০ এবং নতুন ডিভাইসগুলোর ক্ষেত্রে পাওয়া যাচ্ছে।

এই ফিচার অ্যাক্সেস করতে গেলে ব্যবহারকারীদের এই ভাবে কাজ এগোতে হবে Settings > Google services and preferences > select your primary Google account > All services > Theft protection। মূলত Find My Device app অথবা Play Services-এর মাধ্যমে এই আপডেট রোল আউট হবে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন