শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ঢাকা

গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশাচালকের মৃত্যু

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৫, ১০:৪৯ এএম

শেয়ার করুন:

loading/img
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ছবি

রাজধানীর হাজারীবাগ থানার কোম্পানি ঘাট এলাকার একটি গ্যারেজে থেকে অটোরিকশা বের করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শফিউর রহমান (৪৫) নামের একজনের মৃত্যু হয়েছে।

রোববার (৬ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


বিজ্ঞাপন


নিহতের প্রতিবেশী অলিউর রহমান তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। তিনি গণমাধ্যমকে বলেন, ভোরের দিকে গ্যারেজ থেকে অটোরিকশা বের করছিলেন শফিউর। এসময় হঠাৎ বিদ্যুতের তারের সঙ্গে তার হাত লেগে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, হাজারীবাগ থেকে একটি মরদেহ ঢামেক হাসপাতালে এসেছে। এ বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

এমআইকে/এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন