রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

‘আফ্রিদির ব্যাপারটি সবার জন্যই লজ্জার’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩ মার্চ ২০২৫, ১০:১০ পিএম

শেয়ার করুন:

loading/img

বাংলাদেশের প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে ছিল নানা রকম বিতর্ক। টুর্নামেন্ট শেষ হয়েও বিতর্ক যেন থামছে না। সবশেষ বিতর্কের জন্ম দেয় শহিদ আফ্রিদির পারিশ্রমিক না পাওয়ার বিষয়টি। পাকিস্তানের সাবেক এই কিংবদন্তি ক্রিকেটারকে ‘মেন্টর’ করে এনেছিল চিটাগং কিংস। তবে তার পারিশ্রমিক এখনো শোধ করেনি চিটাগং।

আসর শেষ হওয়ার এতদিন পর এসে প্রকাশ্যে এসেছে আফ্রিদির পারিশ্রমিক না পাওয়ার বিষয়টি। সাবেক পাকিস্তানি অধিনায়ককে মেন্টর হিসেবে দায়িত্ব দিয়েছিল চিটাগং। তার সঙ্গে ফ্র্যাঞ্চাইজির চুক্তি হয়েছিল ১ লাখ ডলারের। দেশের এক সংবাদমাধ্যমকে আফ্রিদি জানান, তাকে মাত্র ১৯ হাজার ডলার দেওয়া হয়েছে। বাকি ৮১ হাজার ডলার এখনো পাননি তিনি।


বিজ্ঞাপন


বিষয়টি বিসিবিকে জানিয়েছেন বলে জানিয়েছেন আফ্রিদি। এমনকি না পেলে এ বিষয়টি তিনি দুই দেশের প্রধানকেও জানাবেন বলেই জানিয়েছেন।

এদিকে এ বিষয়ে আজ কথা বলেছেন বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। আজ সোমবার বিকেলে গণমাধ্যমকে তিনি বলেন, ‘পুরো ব্যাপারটা ন্যাক্কারজনক ও লজ্জাজনক। ঘটনাটি দেশের ক্রিকেট বোর্ডের মাথা নিচু করে দেওয়ার মতো। এতে দেশের সম্মানহানি হয়। আগামীতে যাতে এমন ঘটনা না ঘটে, বিসিবি সে চেষ্টাই করবে।’

তিনি আরও বলেন, ‘আসলে কোন দল, কোন ফ্র্যাঞ্চাইজি কাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করে আনবে, কার সঙ্গে কত টাকার চুক্তি করবে-এসব বোর্ডের জানার কথা নয়। তবে আগামীতে বিসিবির পক্ষ থেকে এমন একটি মেকানিজম তৈরির উদ্যোগ নেওয়া হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন ঘটনা ঘটাতে না পারে।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর