সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ঢাকা

আইপিএলের মাঝপথে দেশে ফিরলেন মার্শ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৫, ০৫:৫০ পিএম

শেয়ার করুন:

loading/img

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৫-এ লখনৌ সুপার জায়ান্টস ও গুজরাট টাইটান্স-এর গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন এলএসজি অধিনায়ক রিষভ পন্ত। লখনৌর একানা স্টেডিয়ামের কালো-মাটির পিচে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। টস হেরে গুজরাট অধিনায়ক শুভমান গিলও জানান, সুযোগ পেলে তিনিও আগে বোলিংই বেছে নিতেন।

এদিকে গুজরাটের বিপক্ষে এই ম্যাচে এলএসজির জন্য বড় ধাক্কা হয়ে এসেছে মিচেল মার্শের অনুপস্থিতি। আইপিএল ২০২৫-এ দলের দ্বিতীয় সর্বোচ্চ এবং মোট রান সংগ্রাহকদের তালিকায় তৃতীয় অবস্থানে থাকা এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ব্যক্তিগত কারণে খেলছেন না। অধিনায়ক পন্ত জানিয়েছেন, মার্শের মেয়ে অসুস্থ থাকায় তিনি ছুটিতে আছেন।


বিজ্ঞাপন


মার্শের পরিবর্তে একাদশে এসেছেন দিল্লির ব্যাটার হিম্মত সিং। দিল্লি প্রিমিয়ার লিগের উদ্বোধনী আসরে যারা নজর কেড়েছেন, তাদের একজন ছিলেন হিম্মত। আজ এলএসজি তাকে ব্যাটিং অর্ডারের চারে রাখছে। ওপেনিংয়ে দেখা যাবে নিকোলাস পুরান ও এইডেন মার্করামকে।

এলএসজির বেঞ্চে ইমপ্যাক্ট প্লেয়ারের তালিকায় আছেন আয়ুশ বাদোনি, যিনি এ মৌসুমে মিডল অর্ডারে নিয়মিত মুখ। এছাড়াও আছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার ম্যাথিউ ব্রিটস্কে, যিনি সুযোগ পেলে আজ আইপিএলে অভিষেক করবেন।

গুজরাট টাইটান্স একাদশে একটি পরিবর্তন এনেছে। বাঁহাতি পেসার কুলওয়ান্ত খেজরোলিয়াকে বসিয়ে ফেরানো হয়েছে অফস্পিনিং অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে। তার অন্তর্ভুক্তি স্পিন আক্রমণকে আরও শক্তিশালী করেছে, যেখানে আছেন সাই কিশোর ও রাশিদ খান।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর