সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ঢাকা

লেগানেসকে হারিয়ে রিয়ালের চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৫, ০৮:৫১ এএম

শেয়ার করুন:

loading/img

লা লিগায় শীর্ষে থাকা বার্সেলোনা শনিবার রাতে রেলিগেশনের হুমকিতে থাকা লেগানেসের মাঠ থেকে ১-০ গোলে জয় নিয়ে ফিরেছে। তবে খেলায় নিজেদের সেরা ছন্দে ছিল না হান্সি ফ্লিকের দল। টানা ২৪ ম্যাচ অপরাজিত থাকার এই রেকর্ডে মূল ভূমিকা রেখেছে এক আত্মঘাতী গোল।

ম্যাচের ৩৮ তম মিনিটে রাফিনহার নিচু ক্রস ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল পাঠিয়ে দেন লেগানেস ডিফেন্ডার জর্জ সাঞ্জ। ওই সময় বার্সা ফরোয়ার্ড রবার্ট লেভানডভস্কি তার ঠিক পেছনে ছিলেন। 


বিজ্ঞাপন


প্রথমার্ধে বরং অধিক সুযোগ তৈরি করেছিল লেগানেসই। আদ্রিয়া আলতিমিরার শট দারুণভাবে রক্ষা করেন বার্সা গোলকিপার ভোয়েচেক সেজনির। এছাড়া দানি রাবা দুইবার কাছাকাছি এসেও গোলের দেখা পাননি। দ্বিতীয়ার্ধে এগিয়ে যাওয়ার পর কিছুটা নিয়ন্ত্রণ নেয় বার্সেলোনা, তবে ফেরমিন লোপেজের গোল মিস করলে এগিয়ে যাওয়ার সুযোগ হারায় বার্সা। এরপর রাবার অফসাইডে বাতিল হওয়া গোল বার্সাকে ম্যাচে রেখে দেয়।

এদিকে ম্যাচে একটি ধাক্কাও খেয়েছে বার্সেলোনা, লেফটব্যাক আলেহান্দ্রো বালদে চোট পেয়ে মাঠ ছাড়েন প্রথমার্ধেই। এদিকে লেভানডোভস্কির বার্সার হয়ে শততম গোলের অপেক্ষা আরেকটু দীর্ঘায়িত হয়, রাফিনহার ক্রস থেকে হেড করে তিনি বল পাঠান পোস্টের বাইরে।

বার্সেলোনার পক্ষে এটি সব প্রতিযোগিতা মিলিয়ে টানা অষ্টম অ্যাওয়ে জয় হলেও, খেলা ছিল ছন্দহীন। তবে এই জয় বার্সাকে পয়েন্ট তালিকায় রিয়াল মাদ্রিদের থেকে ৭ পয়েন্ট এগিয়ে রাখলো, যদিও মাদ্রিদ রবিবার আলাভেসের বিপক্ষে খেলবে।

চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের আগে এ জয় কিছুটা স্বস্তি এনে দিলেও, ফ্লিকের শিষ্যদের আগামী মঙ্গলবার জার্মানিতে আরও গোছানো ফুটবল খেলতে হবে, এ নিয়ে সংশয় নেই।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর