গত মাসেই হার্ট অ্যাটাক করেছেন তামিম ইকবাল। ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে নেমে পরপর দুইবার হার্ট অ্যাটাক করে জীবন–মৃত্যুর সন্ধিক্ষণে পৌঁছে গিয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত প্রাণে বেঁচেছেন দেশসেরা এই ওপেনার। এখন তিনি বেশ সুস্থ।
হৃদরোগ জটিলতা কাটিয়ে গেল ২৮ মার্চ রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরেন তামিম। এরপর উন্নত চিকিৎসার জন্য তিনি গিয়েছিলেন সিঙ্গাপুরেও। সেখান থেকে চেক-আপ করিয়ে দেশেও ফিরেছেন।
বিজ্ঞাপন
তামিম আজ উপস্থিত হয়েছিলেন মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। প্রিমিয়ার লিগের ম্যাচে খেলতে নেমেই হার্ট অ্যাটাক হয়েছিল তামিমের। ডিপিএলে তামিম খেলেছেন মোহামেডান ক্লাবের হয়ে। মোহামেডান আজ মাঠে নেমেছিল আবাহনীর বিপক্ষে।
গুরুত্বপূর্ণ এই ম্যাচ দেখতেই মাঠে হাজির হয়েছিলেন তামিম। আজ মাঠে গিয়ে মোহামেডানের ক্রিকেটারদের সঙ্গে দেখাও করেছেন দেশসেরা এই ওপেনার।
এদিকে তামিমের স্বাস্থ্যের বর্তমান অবস্থা সম্পর্কে আজ গণমাধ্যমের মুখোমুখি হয়ে তামিমের চাচা আকরাম খান বলেন, ‘আল্লাহর রহমতে ও (তামিম) সিঙ্গাপুরে গিয়ে চেকআপ করেছে। এবং আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় সবকিছু ঠিক আছে। আপনারা দোয়া করবেন।’