পিএসজির সঙ্গে সম্পর্কটা কখনোই খুব মধুর ছিল না লিওনেল মেসির। ফরাসি ক্লাবটির সঙ্গে দুই বছরের চুক্তির সময়টা বেশ তেতোই গেছে আর্জেন্টাইন কিংবদন্তির। শেষ পর্যন্ত তো ক্লাব ছেড়েছেন চুক্তি শেষ হওয়ার পরপরই৷ এবার মেসি ও পিএসজিকে জড়িয়ে উঠে এসেছে এক নতুন খবর। হঠাৎ করেই গুঞ্জন পিএসজিই তদবির করেছিল মেসির ২০২১ ব্যালন ডি’অর জয়ে! ফরাসি গণমাধ্যম লা মুন্ডের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য।
লা মুন্ডে তাদের এক প্রতিবেদনে জানায়, পিএসজি কর্তৃপক্ষ ফ্রান্স ফুটবল সাময়িকীর সাবেক প্রধান এবং ব্যালন ডি’অরের সংগঠক পাসকেল ফেরেকে প্রভাবিত করার চেষ্টা করেছে। ক্লাবটির বিরুদ্ধে অভিযোগ, তারা বিভিন্ন ধরনের সুবিধা দিয়ে ফেরের কাছ থেকে সমর্থন পাওয়ার চেষ্টা করেছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, ফরাসি ক্লাবটিতে থাকার সময়ই মেসির ব্যালন ডি’অর প্রাপ্তির আশা ছিল পিএসজির। কারণ, ক্লাবে থাকা অবস্থায় কোনো খেলোয়াড়ের ব্যালন ডি’অর জেতা মানে ব্যবসায়িকভাবে লাভবান হওয়া।
বিজ্ঞাপন
লা মুন্ডে আরও জানিয়েছে, কয়েক মাস আগে পিএসজির নতুন যোগাযোগ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পাওয়া ফেরেকে পিএসজি বিভিন্ন সময় বেশ কিছু সুবিধা দিয়েছে, যেখানে ম্যাচের টিকিটও অন্তর্ভুক্ত আছে। বলা হচ্ছে, ২০২০ সালে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে দর্শকবিহীন মাঠের ম্যাচটির ভিআইপি টিকিট দেওয়া হয়েছিল ফেরেকে। পাশাপাশি ২০২১ সালের মার্চে কাতার এয়ারওয়েজের বিজনেস ক্লাসের জন্য কাতার সরকারের দেওয়া আনুমানিক ৮ হাজার ৯৮৬ ইউরোর টিকিটটিও এতে অন্তর্ভুক্ত আছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন করেছেন ফেরে ও তার পক্ষের লোকজন। তাদের দাবি, মেসিকে ২০২১ সালের ব্যালন ডি’অর জেতানোয় তাঁদের কোনো হাত ছিল না। ফ্রান্স ফুটবল সাময়িকীর সাবেক এই প্রধানের দাবি, আর্জেন্টাইন ফরোয়ার্ড ২০২২ সালে পুরস্কার পাননি। আর ২০২১ সালে যেবার মেসি সপ্তম ব্যালন ডি’অর জিতেছিলেন, সেবার ফেরে নিজে ভোট দিয়েছিলেন পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডভস্কিকে।