রোববার, ৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

আওয়ামী লীগ জন্মগতভাবেই ফ্যাসিস্ট: টুকু

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২২ মার্চ ২০২৫, ০৯:৩৭ পিএম

শেয়ার করুন:

loading/img

আমরা যখন ক্ষমতায় ছিলাম তখন উন্নয়ন করেছি। আর আওয়ামী লীগ দখলদারি আর লুটপাটে ব্যস্ত ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

শনিবার (২২ মার্চ) রাজধানীর একটি মিলনায়তনে ঢাকাস্থ সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


টুকু বলেন, আমি সিরাজগঞ্জবাসীর উন্নয়নে দলীয়করণ বিবেচনা করিনি। দল দেখে মুখ দেখে কারও উপকার করিনি। আওয়ামী লীগের বিন্দুমাত্র মায়া-মমতা নেই। আমাদের উন্নয়নকে অস্বীকার করে; আসলে তারা জন্ম থেকেই ফ্যাসিস্ট। আওয়ামী লীগের চরিত্র সবাই জানে। দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রাখতে দ্রুত সঙ্গে নির্বাচন দেওয়া প্রয়োজন। শেখ হাসিনার বিচারের জন্য দেশে নির্বাচন বিলম্ব করা যাবে না।

তিনি আরও বলেন, শেখ হাসিনার বিচার সময় সাপেক্ষ বিষয় এ কারণে নির্বাচন থেমে থাকতে পারে না। এমন কিছু করা যাবে না যাতে জুলাই আন্দোলন ব্যর্থ হয়। দ্বিতীয় স্বাধীনতায়, শহীদদের তালিকা প্রকাশের সমালোচনাও করেন বিএনপির এই নীতি নির্ধারক।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, পহেলা বৈশাখ পালন করলে ইসলাম পচে যাবে না, এর সঙ্গে ধর্মের কোনো বিরোধ নেই। ধর্মের দোহাই দিয়ে সংস্কৃতি বাধাগ্রস্ত করা যাবে না। দেশের স্বার্থে জাতীয় ঐক্য ধরে রাখতে সবার প্রতি আহ্বান জানাই।

এর আগে এই সংগঠনের দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি হিসেবে দৈনিক নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার কাওসার আযম ও দৈনিক ঢাকা মেইলের সিনিয়র রিপোর্টার আমিনুল ইসলাম মল্লিক সাধারণ সম্পাদক নির্বাচিত হন।


বিজ্ঞাপন


এআইএম/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এই ক্যাটাগরির আরও খবর

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর


News Hub