জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার জোর দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
তিনি বলেছেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের ১৬ বছরে তৈরি করা দুই কোটি ভুয়া ভোটার বাতিল করে স্বচ্ছ ও পূর্ণাঙ্গ ভোটার তালিকার মাধ্যমে অবিলম্বে স্থানীয় সরকারগুলোর নির্বাচন দিতে হবে। এরপরই সংস্কারের মাধ্যমে জাতীয় নির্বাচন চাই। কেননা অতীত অভিজ্ঞতায় কোনো দলীয় সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন অবাধ এবং স্বচ্ছভাবে হয়নি।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রংপুর নগরীর মডেল কলেজ মিলনায়তনে জামায়াতে ইসলামী রংপুর-দিনাজপুর অঞ্চলের উদ্যোগে আয়োজিত উপজেলা-থানা আমির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মাওলানা রফিকুল ইসলাম খান অবিলম্বে বিগত জুলাই-আগস্ট বিপ্লবের গণহত্যাকারীদের গ্রেফতার ও বিচারের মাধ্যমে ফাঁসির দাবি জানিয়ে বলেন, এ দাবি আমাদের নয়, এ দাবি দেশের ১৮ কোটি মানুষের প্রাণের দাবি।
তিনি বলেন, সরকারের ভেতর ঘাপটি মেরে থাকা বিগত সরকারের দোসর যারা হত্যাকাণ্ড উসকে দিয়েছে ও বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে তাদের চিহ্নিত করে বিচার এবং শাস্তি দিতে হবে। একইসঙ্গে বিগত ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নজিরবিহীন ও ভোটারবিহীন প্রহসনের নির্বাচনগুলোতে যারা তৎকালীন সরকারকে অন্যায়ভাবে সহযোগিতার মাধ্যমে দিনের ভোট রাতে, কখনো বা আগেরদিন বিকেলেই উপজেলায় নির্বাচন অফিসে বসে ভোট চুরি করেছে, প্রশাসনে থাকা এইসব কর্মকর্তাদেও চিহ্নিত করে বিচার এবং শাস্তির আওতায় আনতে হবে।
জামায়াতের কেন্দ্রীয় এই নেতা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের নিপীড়নে মিথ্যা মামলায় দীর্ঘ সাড়ে ১৩ বছর জেল-জুলুমের শিকার রংপুরের নন্দিত কৃতি সন্তান এটিএম আজাহারুল ইসলাম। দুঃখজনকভাবে তাকে আজও মুক্তি দেওয়া হয়নি। হাজারো ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত বিপ্লবের পর ফাঁসির আসামিসহ বিগত কয়েক মাসে অনেকেই জেল থেকে ছাড়া পেয়েছেন। কিন্ত রহস্যজনক ষড়যন্ত্রে আমাদেরে নেতা কারাগারে ধুঁকছেন। এসময় তিনি এটিএম আজাহারুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলায় জড়িত তৎকালীন ট্রাইবুনালের সব বিচারক ও কর্মকর্তাদেরও বিচার এবং শাস্তির দাবি জানান। সেই সঙ্গে অবিলম্বে নির্বাহী আদেশে এটিএম আজাহারুল ইসলামকে মুক্তি দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানান।
বিজ্ঞাপন
জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিমের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চল সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। সম্মেলনে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও এবং দিনাজপুর জেলার জেলা আমির ও সেক্রেটারিসহ উপজেলা-থানা আমিররা উপস্থত ছিলেন।
ইএ