শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫, ঢাকা

পল্লবীতে নারী সাংবাদিককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৮ মার্চ ২০২৫, ০৯:২৭ পিএম

শেয়ার করুন:

loading/img
পল্লবী থানা (ফাইল ছবি)

রাজধানীর পল্লবীতে এক নারী সাংবাদিককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যায় মামলা করার পর দুইজনকে গ্রেফতার করে পল্লবী থানা পুলিশ।


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার ওসি মোহাম্মদ নজরুল ইসলাম।

তিনি জানান, সন্ধ্যায় এক নারী সাংবাদিক থানায় এসে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ করেছেন। এরপর অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

ওসি আরও জানান, ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এমআইকে/এমআর 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর