সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ঢাকা

জুলাই বিপ্লবে আহতদেরকে পুনাকের আর্থিক সহায়তা 

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৬ মার্চ ২০২৫, ০৯:৩০ পিএম

শেয়ার করুন:

loading/img

জুলাই বিপ্লবে আহত ছাত্র-জনতাকে আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। 

পুনাক সভানেত্রী আফরোজা হেলেন রোববার (১৬ মার্চ) বিকালে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতাল এবং জাতীয় অর্থোপেডিক ইনস্টিটিউট হাসপাতাল পরিদর্শনে যান। পরে তিনি দুই হাসপাতালের চিকিৎসাধীন ২৫০ জন ছাত্র-জনতাকে ঘুরে ঘুরে দেখেন ও তাদের ব্যাপারে খোঁজ খবর নেন।


বিজ্ঞাপন


এ সময় তিনি তাদের হাতে আর্থিক সহায়তার অর্থ তুলে দেন। পাশাপাশি চিকিৎসা সম্পর্কে কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে আলাপ করেন। 

পুনাকের সহ-সভানেত্রী আইরিন রহমান, সাধারণ সম্পাদিকা কানিজ ফাতেমা, যুগ্ম সাধারণ সম্পাদিকা তৌহিদা নুপুর প্রমুখ এবং কর্তব্যরত চিকিৎসগণ এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পুনাক শুরু থেকেই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহতদের নানাভাবে সহায়তা প্রদান করে আসছে। 

এমআইকে/ইএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন